ভিয়েনা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ৫০ হাজার মাস্ক বিতরণ করছে কমিউনিস্ট পার্টি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ১৪ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ৫০ হাজার মাস্ক বিতরণ করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।

কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির নেতৃত্বে পটুয়াখালী সদর, দুমকি, বাউফল, দশমিনা, কলাপাড়া, রাঙ্গাবালি এলাকায় এই মাস্ক বিতরণ চলমান রয়েছে। সিপিবি নেতা-কর্মী ছাড়াও এই মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মহিলা পরিষদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, শহীদ রাজু ব্রিগেড, রেড ভলান্ট্রিয়ার্সসহ বিভিন্ন গণসংগঠন।গত ১ আগস্ট শুরু হওয়া মাস্ক বিতরণ কার্যক্রম চলবে আগামী অক্টোবর পর্যন্ত।

এ প্রসঙ্গে কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির সভাপতি কমরেড মোতালেব মোল্লা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন পটুয়াখালীতে শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ সামর্থ নিয়ে অসহায়, গরীব, দু:খীমানুষের পাশে দাঁড়িয়েছে সিপিবি। বলেন, আমরা প্রকৃত অভাবী মানুষের কাছে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছি।

কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেডসমীর কর্মকার বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ এখন ছড়িয়ে পড়ছে পটুয়াখালীর পাড়ায় পাড়ায়, গ্রাম গ্রামে। মানুষ এখন মৃত্যু ঝুঁকি নিয়ে বেঁচে আছেন। বলেন, সামর্থ্যবানরা নিজেদের সুরক্ষিত রাখতে পারলেও, নিম্ম আয়ের অসহায় মানুষ মাস্ক কিনে পড়তে পারেন না। এক্ষেত্রে সরকারও অসহায় মানুষের পাশে সুরক্ষা সামগ্রী নিয়ে এগিয়ে আসেনি। এমনকি চিকিৎসা সেবা দিতেও ব্যর্থ হয়েছে সরকার। এমন পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টি সীমিত সামর্থ্য নিয়ে পটুয়াখালী জেলার অভাবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ৫০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

সালাম আরিফ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পটুয়াখালীতে ৫০ হাজার মাস্ক বিতরণ করছে কমিউনিস্ট পার্টি

আপডেটের সময় ০৩:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ৫০ হাজার মাস্ক বিতরণ করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।

কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির নেতৃত্বে পটুয়াখালী সদর, দুমকি, বাউফল, দশমিনা, কলাপাড়া, রাঙ্গাবালি এলাকায় এই মাস্ক বিতরণ চলমান রয়েছে। সিপিবি নেতা-কর্মী ছাড়াও এই মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মহিলা পরিষদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, শহীদ রাজু ব্রিগেড, রেড ভলান্ট্রিয়ার্সসহ বিভিন্ন গণসংগঠন।গত ১ আগস্ট শুরু হওয়া মাস্ক বিতরণ কার্যক্রম চলবে আগামী অক্টোবর পর্যন্ত।

এ প্রসঙ্গে কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির সভাপতি কমরেড মোতালেব মোল্লা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন পটুয়াখালীতে শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ সামর্থ নিয়ে অসহায়, গরীব, দু:খীমানুষের পাশে দাঁড়িয়েছে সিপিবি। বলেন, আমরা প্রকৃত অভাবী মানুষের কাছে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছি।

কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেডসমীর কর্মকার বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ এখন ছড়িয়ে পড়ছে পটুয়াখালীর পাড়ায় পাড়ায়, গ্রাম গ্রামে। মানুষ এখন মৃত্যু ঝুঁকি নিয়ে বেঁচে আছেন। বলেন, সামর্থ্যবানরা নিজেদের সুরক্ষিত রাখতে পারলেও, নিম্ম আয়ের অসহায় মানুষ মাস্ক কিনে পড়তে পারেন না। এক্ষেত্রে সরকারও অসহায় মানুষের পাশে সুরক্ষা সামগ্রী নিয়ে এগিয়ে আসেনি। এমনকি চিকিৎসা সেবা দিতেও ব্যর্থ হয়েছে সরকার। এমন পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টি সীমিত সামর্থ্য নিয়ে পটুয়াখালী জেলার অভাবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ৫০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

সালাম আরিফ/ইবিটাইমস/আরএন