ভিয়েনা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান মেসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ২৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: দু’দশকের বেশি সময় বার্সেলোনায় খেলে অনেকগুলো সাফল্য পেয়েছেন লিওনেল মেসি। ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। সেই মেসি কাতালান ক্লাবটি ছেড়ে এখন পিএসজিতে। প্যারিসের ক্লাবটির হয়েও সাফল্য পেতে চান, জিততে চান চ্যাম্পিয়নস লিগ।

বুধবার পিএসজিতে প্রথম সংবাদ সম্মেলনে দরুণ সব আশাবাদের কথা শোনান ফুটবলের জাদুকর মেসি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছর চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি এই লক্ষ্য নিয়েই। নিজের সেরাটা দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’

পিএসজির হয়ে মাঠে নামার ব্যাপারে মেসি বলেন, ‘আমি খেলার মধ্যে নেই। দলের কোচদের সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। আমি যখন পুরোপুরি প্রস্তুত হবো, তখনই মাঠে নামব। অবশ্য এখনই নির্দিষ্ট তারিখ জানাতে পারছি না।’

বার্সেলোনা ছাড়ার ব্যাপারে মেসি বলেন, ‘বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল, কারণ অনেক বছর আমি সেখানে কাটিয়েছি। কিন্তু আমি যখন থেকে এখানে এসেছি, সবার মধ্যে একটা আলাদা আগ্রহ দেখেছি। অনুশীলন করার জন্য তর সইছে না আমার। আমার সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।’

মেসিকে দলে পেয়ে উচ্ছ্বসিত পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি বলেন, ‘মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আমি অনেক গর্বিত। আমাদের জন্য দুর্দান্ত এক মুহূর্ত এটা। ফুটবল ইতিহাসের অন্যতম অসাধারণ মুহূর্ত এটা। সবাই মেসিকে চেনে, সে ছয়বারের বিশ্বসেরা খেলোয়াড়। সে একজন ফুটবল জাদুকর ফুটবলার।’

এদিকে গতকাল মঙ্গলবার ফ্রান্সের স্থানীয় সময় রাত সোয়া ১০টা এবং বাংলাদেশ সময় রাত ২ টার দিকে পিএসজির চুক্তিতে সই করেন। আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে স্ত্রাসবুরের মুখোমুখি হবে পিএসজি। সব ঠিক থাকলে পিএসজির হয়ে মেসি মাঠে নামতে পারেন ১৫ আগস্ট।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান মেসি

আপডেটের সময় ০৬:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক: দু’দশকের বেশি সময় বার্সেলোনায় খেলে অনেকগুলো সাফল্য পেয়েছেন লিওনেল মেসি। ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। সেই মেসি কাতালান ক্লাবটি ছেড়ে এখন পিএসজিতে। প্যারিসের ক্লাবটির হয়েও সাফল্য পেতে চান, জিততে চান চ্যাম্পিয়নস লিগ।

বুধবার পিএসজিতে প্রথম সংবাদ সম্মেলনে দরুণ সব আশাবাদের কথা শোনান ফুটবলের জাদুকর মেসি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে। গত কয়েক বছর চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি এই লক্ষ্য নিয়েই। নিজের সেরাটা দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।’

পিএসজির হয়ে মাঠে নামার ব্যাপারে মেসি বলেন, ‘আমি খেলার মধ্যে নেই। দলের কোচদের সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। আমি যখন পুরোপুরি প্রস্তুত হবো, তখনই মাঠে নামব। অবশ্য এখনই নির্দিষ্ট তারিখ জানাতে পারছি না।’

বার্সেলোনা ছাড়ার ব্যাপারে মেসি বলেন, ‘বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল, কারণ অনেক বছর আমি সেখানে কাটিয়েছি। কিন্তু আমি যখন থেকে এখানে এসেছি, সবার মধ্যে একটা আলাদা আগ্রহ দেখেছি। অনুশীলন করার জন্য তর সইছে না আমার। আমার সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।’

মেসিকে দলে পেয়ে উচ্ছ্বসিত পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি বলেন, ‘মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আমি অনেক গর্বিত। আমাদের জন্য দুর্দান্ত এক মুহূর্ত এটা। ফুটবল ইতিহাসের অন্যতম অসাধারণ মুহূর্ত এটা। সবাই মেসিকে চেনে, সে ছয়বারের বিশ্বসেরা খেলোয়াড়। সে একজন ফুটবল জাদুকর ফুটবলার।’

এদিকে গতকাল মঙ্গলবার ফ্রান্সের স্থানীয় সময় রাত সোয়া ১০টা এবং বাংলাদেশ সময় রাত ২ টার দিকে পিএসজির চুক্তিতে সই করেন। আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে স্ত্রাসবুরের মুখোমুখি হবে পিএসজি। সব ঠিক থাকলে পিএসজির হয়ে মেসি মাঠে নামতে পারেন ১৫ আগস্ট।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ