চরফ্যাসন, ভোলা: চরফ্যাসনে জাল টাকার নোটসহ র্যাব-৮ এর হাতে আটক হয়েছেন দুলাল (৩০) ও হেলাল তালুকদার (৩৫) নামের দুই প্রতারক।
আটক হওয়া দুলাল ভোলার পূর্ব ইলিশার আঃ খালেকের ছেলে এবং হেলাল তালুকদার চরফ্যাসন আসলামপুর ইউনিয়নের আলীগাঁ গ্রামের আবুল বাশার তালুকদারের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৮ এর অতিরিক্ত এ এসপি রাজিব ফোরকানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাল টাকাসহ তাদেরকে আটক করা হয়।
র্যাব-৮ জানায় ২০টি ৫০০ টাকার ও ৪০টি ১০০০ টাকার নোটসহ মঙ্গলবার রাতে আছলামপুরের আলীগাঁ থেকে দু’জনকে আটক করা হয়েছে।
জামাল মোল্লা/ইবিটাইমস/আরএন