স্পোর্টস ডেস্ক: শেষটাও জয়ে রাঙালো বাংলাদেশ। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের দেয়া ১২৩ রানের টার্গেটে মাত্র ৬২ রানে অলআউট অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই অজিদের সর্বনিম্ন স্কোর। মাত্র ৯ রানে চার উইকেট শিকার সাকিব আল হাসানের। দ্বিতীয় উইকেট নিয়ে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে শততম উইকেট পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আগেই সিরিজ নির্ধারণ হয়ে গেছে। তবে শেষ ম্যাচের আকর্ষণ কমেনি একটুও। রেকর্ড গড়ে, অস্ট্রেলিয়াকে লজ্জায় পুড়িয়ে সিরিজ জয়ের উৎসব করছে বাংলাদেশ।
রেকর্ডের কেন্দ্রে আরো একবার সাকিব আল হাসান। ব্যক্তিগত অর্জনে অন্যন্য। আগের ম্যাচে এক ওভারে পাঁচ ছক্কার প্রতিশোধটা নিলেন কড়ায় গন্ডায়। তার স্পিন বিষে নীল অজিরা। দ্বিতীয় উইকেটটি নিয়েই ঢুকে গেছেন ইতিহাসের পাতায়। টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে নাম লেখালেন হান্ড্রেড উইকেট ক্লাবে। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রানের পাশে একশ উইকেট বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে। তিন ওভার চার বলে তার শিকার চার উইকেট। রান দিয়েছেন মাত্র ৯টি। ম্যাচ সেরার পাশাপাশি নিশ্চিত করেছেন সিরিজ সেরার পুরস্কারটিও।
মাত্র এক সপ্তাহ আগেই প্রথম ইনিংসে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড গড়েছিলো বাংলাদেশ। সপ্তাহের ব্যবধানে তৃতীয়বার ভাঙলো সেই রেকর্ড। এবার অস্ট্রেলিয়াকে আরো বেশি লজ্জায় ডুবিয়ে। ১২২ রানের টার্গেটে ৬২ রানে অল আউট অজিরা। টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড অজিদের।
উইকেট শিকারের শুরুটা করেছেন নাসুম আহমেদ। সফরকারীদের প্রথম দুই শিকারই তার। মাঝে একটি উইকেট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। সাকিবের চার উইকেটের পাশে তিন উইকেট নিয়ে উজ্জল সিরিজে প্রথম সুযোগ পাওয়া সাইফুদ্দিন। বাংলাদেশের স্পিন আর স্লোয়ার কাটারে বিভ্রান্ত অস্ট্রেলিয়া ৮৪ বলের ৪৩টিতেই রান তুলতে ব্যর্থ।
এরআগে রানের জন্য ধুকতে হয়েছে বাংলাদেশকেও। টানা তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা। শুরুটা দুর্দান্ত। সৌম্যর পরিবর্তে মাহেদিকে সাথে নিয়ে ঝড় নাঈমের। দলের ৪২ রানে ফিরলেন মাহেদি।
রানের গতিও থেমে গেলো এরপর। পুরো ২০ ওভার ব্যাটিং করেছে টাইগাররা। ১২০ বলের ৬২টিতেই রান তুলতে ব্যর্থ রিয়াদের দল। ১৫ ওভারে একশ পার হওয়া বাংলাদেশ শেষ পাঁচ তুলেছে মাত্র ২০ রান।
শেষ পর্যন্ত ১২২ রানকেই যথেষ্ট পুঁজি হিসেবে প্রমাণ করেছেন টাইগার বোলাররা।
এদিকে, বীরোচিত জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেস্ক/ইবিটাইমস/আরএন