স্পোর্টস ডেস্ক: মেসিকে ছেড়ে দিলেও, বিশ্বের সেরা ফুটবলারটি পিএসজিতে যাক, এটা কোন ভাবেই মেনে নিতে পারছেনা বাসেলোনা সমর্থক ও পরিচালকরা। মেসির পিএসজি যাওয়া ঠেকাতে ইউরোপিয়ন কমিশনের কোর্ট অব অ্যাপিলে মামলা করেছেন বার্সেলোনা পরিচালক ড. হুয়ান ব্রাঙ্কো। এদিকে লা লিগা সভাপতি এবং বার্সেলোনা পরিচালক প্রফেসর জমে ইয়োপিস; মেসির ক্লাব ছাড়ার জন্য দায়ী করেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোতাকে।
মেসি পিএসজিতে যাক, এটা কোন ভাবেই চাচ্ছেন না বার্সেলোনার পরিচালক ড. ব্রাঙ্কো। তিনি মামলায় অভিযোগ করেছেন, দল গঠনে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র যে নিয়মের চেয়ে এই মৌসুমে বেশী অর্থ খরচ করেছে পিএসজি। মামলার আর্জিতে তিনি দেখিয়েছেন, বার্সা বার্ষিক আয়ের ৫৪ শতাংশ অর্থ ব্যয় করেও যেখানে মেসিকে ধরে রাখতে পারেনি, সেখানে পিএসজি তাদের আর্ষিক আয়ের ৯৯ ভাগ অর্থ ইতিমধ্যেই খরচ করেছে। তাই মেসির পারিশ্রমিক দিতে হলে তাদের ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম লঙ্গন করতেই হবে। ইউরোপিয়ান কমিশন যেন এটা কোন ভাবেই অনুমোদন না করে এবং এটা ফুটবলের প্রতিদ্বন্দ্বীতার জন্যও ক্ষতিকারক।
এদিকে, মেসির বার্সেলোনা ছাড়ায় ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার উপরই দায় চাপিয়েছেন লা লাগার চেয়ারম্যান হেভিয়ার তোবেস। লা লিগা সভাপতি বলেছেন, বার্সেলোনা যদি সিভিসি চুক্তিতে সাক্ষর করতো তাহলে মেসিকে ধরে রাখার মত অর্থ সেখানে থেকে পেতো। কিন্তু বার্সা সভাপতি কথা দিয়েও সেই চুক্তিতে সাক্ষর করেননি।
সিভিসি চুক্তিতে লা লিগার ১০ শতাংশ স্বত্ত্ব ৫০ বছরের জন্য কিনে নিচ্ছে একটি বিনিয়োগ সংস্থা। বিনিময়ে তারা লা লিগাকে বছরে ৩০০ কোটি ইউরো দিবে, যার অংশ লা লিগার সব ক্লাবই পাবে। এই অর্থ পেলে মেসিকে ধরে রাখতে কোন সমস্যাই হতো না বার্সেলোনার। কিন্তু বার্সা সভাপতি ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে সরে না আসায়, সিভিসি চুক্তিতে সাক্ষর করেননি।
শুধু লা লিগা সভাপতিই নয়, বার্সেলোনার পরিচালক প্রফেসর জমে ইয়োপিসও মেসির চলে যাওয়ায়, ক্লাব সভাপতির দায় দেখছেন। তিনি অভিযোগ করেছেন, মার্চে সভাপতি নির্বাচিত হতে লার্পোতা একটি শর্তই দিয়েছিলেন মেসিকে ধরে রাখবেন। কিন্তু তিনি কথা রাখেননি এবং বরং তিনি রিয়াল মাদ্রিদ সভাপতির পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন। মেসি পিএসজিতে গেলে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে আসার পথ পরিস্কার হবে। এতে রিয়াল মাদ্রিদ আরো শক্তিশালী হবে। আর রিয়াল সভাপতির ফাঁদে পা দিয়ে লার্পোতা মেসিকে ছেড়ে বার্সেলোনার সর্বনাশ করেছেন। এই ক্ষোভে বার্সা পরিচালকের পদ থেকে পদত্যাগও করেছেন প্রফেসর জমে।
এদিকে, বার্সেলোনার জন্য আরেকটি দুংসংবাদ, মেসি চলে যাওয়ায় ক্লাবের ব্র্যান্ড মূল্য এক ধাক্কায় ১৩ কোটি ৭০ লাখ ইউরো কমে গেছে। শুধু তাই নয়, ভবিষ্যতেও বড় অংকের স্পনসর পেতেও সমস্যা হবে কাতারুনিয়া ক্লাবটির।
ডেস্ক/ইবিটাইমস/আরএন