পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল মাঝি (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬আগষ্ট) উপজেলার সদরের দক্ষিন বাজারে দুর্ঘনাটি ঘটে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শ্রমিক দুলাল উপজেলার চিরাপাড়া ইউনিয়নের শাহজাহান মাঝির ছেলে।
এ ঘটনায় বাজারের কীটনাশক ব্যবসায়ী বাসুদেব কুন্ডুকে আটক করা হয়েছে। নিহতেরর পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিন বাজারের সাগর ষ্টোর নামের একটি কীটনাশক বিক্রির দোকানের মালিক বাসুদেব কুন্ডু প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার (০৫ আগস্ট) রাতে ইদুর মারার জন্য দোকানে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখে যান। শুক্রবার সকালে এসে ইদুর মারার ফাঁদের বিদ্যুতের সংযোগ বন্ধ না করেই দোকান খুলে বেচা-কেনা শুরু করেন। শ্রমিক দুলাল মাঝিকে ডেকে দোকান পরিস্কার করার কাজে লাগিয়ে দেন বাসুদেব। কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দুলাল। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শ্রমিক দুলাল মাঝির নানা হাবিবুর রহমান জানান, বাসুদেব কুন্ডু আমার নাতি দুলাল মাঝিকে সকালে দোকান পরিস্কার করার জন্য ডেকে নিয়ে যায়। সেখানে বিদ্যুতের সংযোগ না খুলে তাকে কাজ কারনো হয়েছে। নাতী দুলাল বিদ্যুতায়িত হলে তাকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে তাকে বাহিরে ফেলে দেওয়া হয়। এ দৃশ্য স্থানীয় চৌকিদার নজরুল ইসলাম দেখে দুলাল মাঝিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফা সিদ্দিকা জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন