সিলেট প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হন ৭৫৮ জন।
শুক্রবার সকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় মৃত ১৬ জনের মধ্যে সিলেট জেলায় ১৩, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলায় ১ জন রয়েছেন।
এপর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৭৭৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২২, সুনামগঞ্জের ৫৫, হবিগঞ্জের ৩৮ ও মৌলভীবাজার জেলার ৬২ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৫৮ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৪৬৫, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৫১ ও মৌলভীবাজার জেলায় ১৯১ জন। বিভাগে গত ২৪ ঘন্টায় মোট ১হাজার ৯৬৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৭৫৮ জনের ফলাফল করোনা সংক্রমণের শতকরা হার হচ্ছে ৩৮.৫৪ ভাগ।
সিলেট/ইবিটাইমস/এমএইচ