যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের করোনার বিধিনিষেধে পরিবর্তন আনা হয়েছে। এতে বাংলাদেশকে লাল তালিকায়ই রাখা হয়েছে। যদিও ভারতকে লাল তালিকার বাইরে রাখা হয়েছে। রোববার (৮ আগস্ট) থেকে নতুন নীতিমালা কার্যকর করা হবে।

লালতালিকায় থাকা দেশগুলো হলো, আফগানিস্তান, অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, বতসোয়ানা, ব্রাজিল, বুরুন্ডি, কেপ ভার্ডে, চিলি, কলোম্বিয়া, কঙ্গো, কোস্টারিকা, কিউবা, ডমিনিক রিপাবলিক, ইকোয়েডর, মিসর, ইরিত্রিয়া, সোয়াজিল্যান্ড, ইথিওপিয়া, ফরাসি গায়ানা, গায়ানা, হাইতি, ইন্দোনেশিয়া, কেনিয়া, লেসোথো, মালাউই, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মোজাম্বিক, মিয়ানমার, নামিবিয়া, নেপাল, ওমান, পাকিস্তান, পানামা, পেরাগুয়ে, পেরু, ফিলিপিন্স, রুয়ান্ডা, সিসিলিস, সিয়েরা লিওন, সোমারিয়া, দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, ভেনিজুয়েলা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

এদিকে ভারত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে লাল তালিকা থেকে মুক্তি দেওয়া হয়েছে। অ্যাম্বার তালিকায় থাকা দেশগুলোর নাগরিকরা পুরোপুরি টিকা না নিলে অন্তত ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকতে হবে।

লাল তালিকায় থাকা দেশগুলো থেকে কেউ যুক্তরাজ্য গেলে তাকে ১০ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশটিতে প্রবেশের দ্বিতীয় ও অষ্টম দিনে তাদের করোনার পরীক্ষা করতে হবে।

কেউ যদি নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইন পালনে ব্যর্থ হন তাহলে তাকে ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হবে। এছাড়া হোটেল কোয়ারেন্টাইনের খরচও ভ্রমণকারীদের মেটাতে হবে। ১০ দিন এবং ১১ রাতের হোটেল কোয়ারেন্টাইনের খরচ প্রতি জনে ১ হাজার ৭৫০ ইউরো পড়বে।

এছাড়া লাল তালিকার দেশের নাগরিকদের করোনার টিকা দেওয়া হলেও যুক্তরাজ্যের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে করোনা পরীক্ষা করতে হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »