ঢাকা: দেশে করোনায় আক্রান্তদের ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষনায়।
বৃহস্পতিবার বিএসএমএমইউর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন জেলার তিনশো করোনা রোগীর স্যাম্পলের জিনোম সিকোয়েন্স করে ৯৮ শতাংশই ইন্ডিয়ান বা ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ১ শতাংশ আফ্রিকার ভ্যারিয়েন্ট বা বেটা ভ্যারিয়েন্ট ও বাকি এক শতাংশ অন্যান্য ভ্যারিয়েন্টের উপস্থিতি দেখতে পেয়েছেন তারা। আর দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকেই ঐ ডেল্টা ভ্যারিয়েন্টের উৎপত্তি হয়েছে এবং তা দেশের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়।
গবেষণায় দেখা গেছে ত্রিশ থেকে উনচল্লিশ বয়সের মানুষের মধ্যেই করোনা সংক্রমনের হার সবচেয়ে বেশি।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ