ভিয়েনা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষিদ্ধ জোন্স পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ঝিনাইদহে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে এলজিইডিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন চরফ্যাসনে জামায়াত ও ইসলামী আন্দোলনের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ইউরোপকে নিজেদের প্রতিরক্ষায় নিজেদের ‘পদক্ষেপ’ নিতে হবে – ইইউ শীর্ষ কূটনীতিক যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানিরা দারিদ্রতার শীর্ষে

বাংলাদেশসহ ৬ দেশের জন্য ট্রানজিট সুবিধা চালু করল আমিরাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ২৫ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের জন্য আবারও ট্রানজিট সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের যাত্রীরা বৃহস্পতিবার থেকে সেখানে ট্রানজিট নিতে পারবেন। বুধবার এমিরেটস ও ইত্তেহাদ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অপর পাঁচটি দেশ হলো-আফগানিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও জাম্বিয়া।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস ও ইত্তেহাদ।

তবে, ঢাকা থেকে ফ্লাইট চালু না থাকলেও, বিদেশ থেকে ঢাকায় যাত্রী পরিবহন করত এই এয়ারলাইন্স দুটি।

এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘যেহেতু কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ‍সুতরাং, যত শিগগির সম্ভব আমরা অতিথিদের সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ ও ট্রানজিটের জন্য আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছি।’

এছাড়া বলা হয়েছে, ‘আমরা শুধু ট্রানজিট যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে বাতিলকৃত ফ্লাইটগুলো পরিচালনা করতে কাজ করছি।’

ইত্তেহাদ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট বাতিলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। একবার শিডিউল নিশ্চিত হওয়ার পর যাত্রীরা পুনরায় তাদের বুকিং নিশ্চিত করতে পারবেন।

যাদের বৈধ নাগরিকত্ব আছে এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সবগুলো ভ্যাকসিন নিয়েছেন, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পর ১৪ দিন পার হয়েছে এবং যাদের সরকারি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্যাকসিন সার্টিফিকেট আছে তারা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।

এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট নিয়ে যেকোনো দেশের যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতের ট্রানজিট নিতে পারবেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষিদ্ধ জোন্স

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশসহ ৬ দেশের জন্য ট্রানজিট সুবিধা চালু করল আমিরাত

আপডেটের সময় ০৫:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১

ঢাকা: বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের জন্য আবারও ট্রানজিট সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের যাত্রীরা বৃহস্পতিবার থেকে সেখানে ট্রানজিট নিতে পারবেন। বুধবার এমিরেটস ও ইত্তেহাদ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অপর পাঁচটি দেশ হলো-আফগানিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও জাম্বিয়া।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস ও ইত্তেহাদ।

তবে, ঢাকা থেকে ফ্লাইট চালু না থাকলেও, বিদেশ থেকে ঢাকায় যাত্রী পরিবহন করত এই এয়ারলাইন্স দুটি।

এমিরেটস এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘যেহেতু কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ‍সুতরাং, যত শিগগির সম্ভব আমরা অতিথিদের সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ ও ট্রানজিটের জন্য আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছি।’

এছাড়া বলা হয়েছে, ‘আমরা শুধু ট্রানজিট যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে বাতিলকৃত ফ্লাইটগুলো পরিচালনা করতে কাজ করছি।’

ইত্তেহাদ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট বাতিলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। একবার শিডিউল নিশ্চিত হওয়ার পর যাত্রীরা পুনরায় তাদের বুকিং নিশ্চিত করতে পারবেন।

যাদের বৈধ নাগরিকত্ব আছে এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সবগুলো ভ্যাকসিন নিয়েছেন, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পর ১৪ দিন পার হয়েছে এবং যাদের সরকারি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্যাকসিন সার্টিফিকেট আছে তারা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।

এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট নিয়ে যেকোনো দেশের যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতের ট্রানজিট নিতে পারবেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ