শেখ ইমন, ঝিনাইদহ: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জন। এছাড়াও নতুন করে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। বর্তমানে করোনা ওয়ার্ডে ৬২ ও আইসোলেশনসহ মোট ভর্তি ৮৯ জন।
বুধবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ৩৭১টি নমুনার ফলাফলের মধ্যে ৭৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২০ দশমিক ৭৯ ভাগ।
এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬ জনে। এ পর্যন্ত নতুন করে ৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।
ঝিনাইদহ/ইবিটাইমস/আরএন