পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে খাদ্য দ্রব্য ও সুরক্ষা সামগ্রী প্রদান

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস এবং কঠোর লকডাউনের কারনে ৩শতাধিক কর্মহীন ব্যক্তির মাঝে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর সহযোগীতায় খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার পটুয়াখালী সদর রোডস্থ প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন।

এ সময় প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর পটুয়াখালী শাখা প্রধান মোঃ মোসলেহ উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহম্মেদসহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবন, তেল, হ্যান্ডওয়াশ, মাক্স এবং হ্যান্ড স্যানিটাজার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, অসহায় ও নিম্ম আয়ের মানুষের সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আশতে হবে।  সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণ ও স্বাস্থ্য বিধি মেনে চলার অহ্বানও জানান তিনি।

সালাম আরিফ/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »