নাজিরপুরে ছাত্রদল নেতা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে উপজেলা ছাত্রদলের নেতা প্রতীক হাসানাতকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীরা ব্যাপক সমালোচনা করছেন।

শনিবার (৩১ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত চিঠিতে নাজিরপুর কমিটি ঘোষনা করা হয়। এতে তুহিন হালদার তিমিরকে সভাপতি, মো. আল-আমিন খানকে সাধারন সম্পাদক এবং মো. জাকারিয়া হাওলাদার, রিজভী খান, প্রতীক হাসানাত খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে নাম থাকা প্রতীক হাসানাত খান সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১৯ নং সদস্য। উপজেলা ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, ২০১৬ সালের জেলা ছাত্রদলের কমিটিতে প্রতীক হাসানাত ছিলেন ১৯ নং সদস্য। উপজেলা ছাত্রদলের ওই কমিটির সদস্য সচীব মো. হাফিজুর রহমান লায়েক জানান, প্রতীক হাসানাত ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম পুরন করে পদ পেয়েছিলেন। তবে তার ওই পদের জন্য জেলাকে সুপারিশ করতে সংগঠনের একটি মহলের চাপ ছিলো।

উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. আবু হাসান খান এ ব্যাপারে জানান, একটি সুবিধাবাদী মহল সবসময়ই দল বদলায়। সরকারি দল করা সহজ কিন্তু সরকারের বাহিরে থেকে দল করতে হিম্বত বা সাহস লাগে।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খান জানান, প্রতীক হাসানাত কিভাবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছে তা আমার জানা নাই। তবে তাকে আওয়ামী লীগের সংগঠন বিরোধী লোক হিসাবে চিনি। এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি তুহিন হালদার তিমির জানান, প্রতীক হাসানাত-এর নাম কিভাবে সাংগঠনিক সম্পাদক হিসাবে এসেছে তা আমার জানা নাই।

অন্যদিকে, আলোচিত প্রতীক হাসানাত সাংবাদিকদের জানান, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে একটি মহল তার বিরুদ্ধে এমন প্রচারনা করাচ্ছে। তিনি কখনো ছাত্রদল করেননি। ছাত্রদলের পদে থাকার বিষয়টিও তিনি জানতেন না।

উল্লেখ্য, প্রতীক হাসানাতের পিতা আবুল হাসানাত খান পেয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এবং উপজেলা বিএনপি’র বর্তমান সভাপতি মো. নজরুল ইসলাম খান তার চাচা। তিনি ‘রিক’ নামের একটি বেসরকারী সংস্থা (এনজিও) এর ঢাকার প্রধান কার্যালয়ের কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »