
অস্ট্রিয়ার Steiermark রাজ্যে ক্রোয়েশিয়া ফেরত ৬১ জন করোনায় আক্রান্ত শনাক্ত
ইউরোপ ডেস্কঃ করোনার বিধিনিষেধ প্রত্যাহারের পর ক্রোয়েশিয়ার ZRCE নামক ঐতিহ্যবাহী উৎসবে অংশগ্রহণ করে এই পর্যন্ত ৩০০ শত অস্ট্রিয়ান করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন। অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন আজ দুপুরে অস্ট্রিয়ার জনপ্রিয় রেডিও Ö1 এর সাথে এক সাক্ষাৎকারের এ কথা জানান। এখানে একটি বিষয় বলে রাখা দরকার,অস্ট্রিয়ায় গাড়ি ড্রাইভিংয়ের সময় প্রায় সকলেই রেডিও শুনে থাকেন নিয়মিত। তাই…