লাহেল মাহমুদ, পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে লকডাউনের মধ্যে বিয়ের আযোজন করায় বর ও কনে পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮জুলাই) উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশোয়া গ্রামে আয়োজিত এক বিয়ে অনুষ্ঠানে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল-আমীন হোসেন ওই বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষকে জরিমানা করার তথ্য স্বীকার করেন। তিনি জানান, লকডাউন উপেক্ষা করে ওই বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। সরজেমিনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসাম্মাৎ জান্নাত আরা তিথি গিয়ে বিয়ের আযোজন দেখে বর পক্ষকে ২ হাজার ও কনে পক্ষকে একহাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশোয়া গ্রামের এক তরুনীর সাথে জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের স্যাংগোল গ্রামের হেমায়েত হোসেনের পুত্রের সাথে বিয়ের আয়োজন করা হয়। ওই বাড়িতে বিয়ে উপলক্ষে ব্যাপক সাজসজ্জা আর বর পক্ষের জন্য উন্নত মানের খাবার তৈরীর আয়োজন চলছে। বিয়ের খবর পেয়ে কনে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথি। এ সময় তিনি উভয় পক্ষকে লকডাউনের আদেশ অমান্য করে বিয়ের আযোজন করায় জরিমানা করেন।
পিরোজপুর/ইবিটাইমস/আরএন