ভ্রমণে গিয়ে প্রতি তিনজনে একজন সংক্রমিত হচ্ছেন: অস্ট্রিয়ার স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা সংস্থা

ইউরোপ ডেস্কঃ গত বছর ঠিক একই ঘটনা ঘটেছিল। গ্রীষ্মে অস্ট্রিয়া সবকিছু খুলে দিলে মানুষ হুমরি খেয়ে পড়ে অস্ট্রিয়ার বাহিরে বেড়াতে যেতে।

অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন যে, অস্ট্রিয়ায় করোনা মহামারীটি এখন পুনরায় ভ্রমণের কারনেই পুনরায় স্পষ্টতই বিপজ্জনক হয়ে উঠছে।

বর্তমানে অস্ট্রিয়ায় সংক্রামিত প্রতিটি তৃতীয় ব্যক্তি অবকাশে থাকাকালীন সময়ে করোনায় আক্রান্ত হচ্ছেন। অস্ট্রিয়ার জনপ্রিয় Kronen Zeitung অস্ট্রিয়ার স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা সংস্থার (AGE) একটি গবেষণায় এ তথ্য বেড়িয়ে এসেছে।

সংস্থাটির গবেষণায় বলা হয়েছে,বর্তমানে অস্ট্রিয়ায় করোনায় নতুন সংক্রমণের শতকরা ৩১,১ শতাংশ ভ্রমণ থেকেই সংক্রামিত হয়ে দেশে ফিরেছেন। গত ২৮ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত এই সংখ্যা ছিল শতকরা ২৫,৩ শতাংশ। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অনেকেই বর্তমানে অত্যন্ত ঝুঁকি নিয়ে বাংলাদেশে বেড়াতে গিয়েছেন বা যাবার পরিকল্পনা করছেন। তাছাড়াও অনেকে আবার আরও বেশী ঝুঁকি নিয়ে বৃটেন, ইতালি এবং ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই আত্মীয়স্বজনদের সাথে মিলিত হওয়ার জন্য অস্ট্রিয়ার বাহিরে বেড়াতে যাচ্ছেন।

অস্ট্রিয়ান সরকার তার অর্থনীতির চাকা সবল করতে সবকিছু খুলে দিলেও করোনা ভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি বর্তমানে সমগ্র ইউরোপে পুনরায় ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অস্ট্রিয়ান সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন,সংক্রমণের বিস্তার এইভাবে বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী শরতে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে অস্ট্রিয়ায় পুনরায় বিধিনিষেধ বা লকডাউন আসতে পারে।

আজ অস্ট্রিয়ায় কিছুটা কম আক্রান্ত শনাক্ত হয়েছে কারন এই সংক্রমণের হিসাব গতকাল রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত। অস্ট্রিয়ান সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা এই সপ্তাহে নতুন সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা করছেন।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন অস্ট্রিয়ার অতি বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আজ দুপুরের পর তেমন আর বৃষ্টিপাত হয় নি। এখন উপদ্রুত এলাকায় ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবীরা বন্যার পানি নেমে যাওয়ার পর রাস্তাঘাট ও বাড়িঘর পরিষ্কার করছেন। রাজধানী ভিয়েনার দানিউব (Donau) নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি এবং অত্যন্ত স্রোতের জন্য জনসাধারণের জন্য পানিতে নামা এবং গোছল করা নিষিদ্ধ করেছেন ভিয়েনা রাজ্য প্রশাসন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৬৩ জন এবং আজ কেহ করোনায় মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৪৪ জন, OÖ রাজ্যে ৩৬ জন, Steiermark রাজ্যে ৩৪ জন, Tirol রাজ্যে ২৪ জন, Salzburg রাজ্যে ১৫ জন, Vorarlberg রাজ্যে ১৩ জন, Kärnten রাজ্যে ১১ জন এবং Burgenland রাজ্যে ১ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ দেশে করোনার প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে ২৬,৯৮২ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকাদান করা হয়েছে ৯০,৩৫,৫৫৪ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট টিকা গ্রহণ সম্পূর্ণ করেছেন ৪০,৬০,৯৩৭ জন। যা মোট জনসংখ্যার শতকরা ৪৫,৫ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৩,৯৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭২৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৩৯,৭০০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৫৬৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »