ঢাকা: কঠোর লকডাউনের চতুর্থদিনে বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৬১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরমধ্যে ১৬১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এছাড়া ট্রাফিক বিভাগ ৪৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে। জরিমানার পরিমাণ ১২ লাখ ৮১ হাজার টাকা।
সরকার ঘোষিত সাতদিনব্যাপী কঠোর বিধিনিষেধের রোববার ছিল চতুর্থ দিন। ঢাকায় মুষল বৃষ্টির মধ্যেই মানুষজন রাস্তায় চলাচল করেছেন। গত তিন দিনের তুলনায় রোববার রাজধানীতে ব্যক্তিগত গাড়ি ও রিকশার আধিক্য ছিল। যদিও কঠোর নিষেধাজ্ঞা কার্যকরে মাঠে ছিলেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/আরএন