চলমান লকডাউনে ঝালকাঠিতে ৮১ জনকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে চলছে কঠোর লকডাউন। শনিবার সকাল থেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। এর মধ্যেও শহরে লোকজনের কারণে অকারণে রাস্তায় বের হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায়, অকারণে বাসা থেকে বের হওয়ার দায়ে ৮১ জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবির হোসেন, আরিফুজ্জামান ও অং সিং মারমা এদরে নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই জরিমানা করেন। সকাল থেকে সেনাবাহিনীর একটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে। অকারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশ ও আনছার বাহিনী জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। মোবাইল কোর্টের সাথে স্কাউট ও গালস গাইড সহযোগীতা করেছেন ।

এছাড়াও জেলা প্রশাসকের সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনছার বাহিনী। শহরের প্রবেশদ্বারে বঁাশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেখানে কর্তব্যরত আইন শৃঙ্খলাবাহীনির সদস্যরা শহরে প্রবেশকারীদের প্রশ্ন করেন এবং যৌক্তিক করাণ ছাড়া কাউকে শহের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

অন্যদিকে ঝালকাঠিতে করোনায় ভাইরাসে ২৪ ঘন্টায় শনিবার করোনা ভাইরাসে ২৩ জন আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৬৯৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে এদের মধ্যে ১৮৭২ জন আক্রান্ত, নেগেটিভ ৪৮৭২ জনের রিপোর্ট এসেছে। ১৩৬৮ জন সুস্থ্য হয়েছে ও ৩৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩২৮ জন হোম ও ২০ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

বাধন রায় /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »