করোনা সংক্রমন নিয়ন্ত্রনে বাংলাদেশে চলছে কঠোর বিধিনিষেধ

bty

ঢাকাঃ সরকার ঘোষিত সাত দিনের ‘কঠোর বিধিনিষেধের’ প্রথম দিন আজ। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর সড়কে গণপরিবহণের দেখা মেলেনি। এ ছাড়া জনসমাগমও খুব একটা নেই। তবে ব্যক্তিগত গাড়ি ও  অলিগলিতে রিকশা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

অফিসগামীদের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিবহণও চলতে দেখা গেছে। তবে যাদের পরিবহণ সেবা নেই, তাঁরা বেশি ভাড়া দিয়ে রিকশায় যাতায়াত করছেন। এছাড়া পণ্য পরিবহণের জন্য চলছে ট্রাক,কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন।

বিধিনিষেধ কার্যকরে রাস্তায় পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব, আনসার এবং সেনা সদস্যরা টহল দিচ্ছেন। বিভিন্ন পয়েন্টে প্রাইভেট কার থামিয়ে পরিচয়পত্র যাচাই করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »