
ভেসে গেল খোয়াই নদীর উপর নির্মিত সাঁকোটি, চলাচলে দূর্ভোগ
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ এলাকায় খোয়াই নদীর উপর নির্মিত সাঁকোটি পানিতে ভেসে গেছে। কয়েক দিনের বৃষ্টির ফলে উজান থেকেনেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি ভেসে যায়। এতে নদীর দু’পাড়ে থাকা মানুষ দূর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানান, সম্প্রতি পাহাড়ি ঢলের সঙ্গে সাঁকোটির একাংশ ভেসে যায়। এরপর থেকে নদীর দুই পাড়ে ধনশ্রী, নালমুখ, গোয়াসপুর, কাচুয়াসহ আশপাশের গ্রামের…