ভিয়েনা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রবি’র আলো এখন অস্তমিত, প্রয়োজন অন্যের আলো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ৭ সময় দেখুন

গাজী তাহের লিটন, ভোলা: আগের রাতে খাওয়া হয়নি! অভুক্ত পেট আর অচল দেহ নিয়ে পথে-প্রান্তরে চলছে তার জীবিকার আপোসহীন যুদ্ধ। জীবন যুদ্ধে ২৫ বছরের রবি আলম একা নয়, সাথে ১৩ বছরের ভাতিজা মো. ফায়সালও।

রবি আলম, পিতা: কালু মাঝি; ভোলা জেলার চরফ্যাসন ভুইয়ার হাট, কালিয়া কান্দি। সে শারীরিক প্রতিবন্ধী, চলাচলে একেবারেই অক্ষম। একচালা ঝুপরি ঘরে রয়েছে বৃদ্ধ বাবা ও মা। ভাতিজা ফায়সালের সহায়তায় ঠেলা গাড়িতে চড়ে দীর্ঘ ১১ বছর ভোলার হাট-বাজার ও পথে-প্রান্তরে সে ভিক্ষে করছে। চলার পথে বিভিন্ন হোটেল থেকে খেতে দেয় তাকে। অন্যের সাহায্য ছাড়া নিজ হাতে কেতে পারেননা প্রতিবন্ধী রবি আলম। বেশিরভাগ সময়েই অচলপ্রায় চাচার মুখে ভালোবাসার আকুতি নিয়ে মুখে ভাত তুলে দেন ভাতিজা ফায়সাল।

এ সমাজে বিত্ত ও বৈভবের গল্প যেমন আছে তেমনি ভাগ্যবঞ্চিত মানুষের অস্তমিত জীবনের গল্পও কম নয়। প্রান্তিক এসব দুঃখি মানুষের পাশে দাঁড়ানোটাও এখন লৌকিকতা।

বি রি/ ইবিটাইমস /এম আর/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রবি’র আলো এখন অস্তমিত, প্রয়োজন অন্যের আলো

আপডেটের সময় ০৪:৫২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

গাজী তাহের লিটন, ভোলা: আগের রাতে খাওয়া হয়নি! অভুক্ত পেট আর অচল দেহ নিয়ে পথে-প্রান্তরে চলছে তার জীবিকার আপোসহীন যুদ্ধ। জীবন যুদ্ধে ২৫ বছরের রবি আলম একা নয়, সাথে ১৩ বছরের ভাতিজা মো. ফায়সালও।

রবি আলম, পিতা: কালু মাঝি; ভোলা জেলার চরফ্যাসন ভুইয়ার হাট, কালিয়া কান্দি। সে শারীরিক প্রতিবন্ধী, চলাচলে একেবারেই অক্ষম। একচালা ঝুপরি ঘরে রয়েছে বৃদ্ধ বাবা ও মা। ভাতিজা ফায়সালের সহায়তায় ঠেলা গাড়িতে চড়ে দীর্ঘ ১১ বছর ভোলার হাট-বাজার ও পথে-প্রান্তরে সে ভিক্ষে করছে। চলার পথে বিভিন্ন হোটেল থেকে খেতে দেয় তাকে। অন্যের সাহায্য ছাড়া নিজ হাতে কেতে পারেননা প্রতিবন্ধী রবি আলম। বেশিরভাগ সময়েই অচলপ্রায় চাচার মুখে ভালোবাসার আকুতি নিয়ে মুখে ভাত তুলে দেন ভাতিজা ফায়সাল।

এ সমাজে বিত্ত ও বৈভবের গল্প যেমন আছে তেমনি ভাগ্যবঞ্চিত মানুষের অস্তমিত জীবনের গল্পও কম নয়। প্রান্তিক এসব দুঃখি মানুষের পাশে দাঁড়ানোটাও এখন লৌকিকতা।

বি রি/ ইবিটাইমস /এম আর/আরএন