
অস্ট্রিয়ায় প্রচন্ড গরমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
অস্ট্রিয়ায় প্রচন্ড গরমে এটাই এই বছরের প্রথম মৃত্যু ইউরোপ ডেস্কঃ গত সপ্তাহের শেষের দিকে অস্ট্রিয়ার ওপর দিয়ে বয়ে গেছে সাহারা মরুভূমির লু হাওয়া। ফলে অস্ট্রিয়ায় প্রায় একটানা ৬ দিন তাপমাত্রা +৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই ছিল। কোথাও কোথাও দুই একদিন তাপমাত্রা প্রায় +৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। অবশ্য আজ বৃষ্টিপাতের জন্য সমগ্র অস্ট্রিয়াতেই তাপমাত্রা +২০…