ভিয়েনা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বৃটেনে আবারো করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৭ সময় দেখুন

বৃহস্পতিবার নতুন করে করোনায় শনাক্ত ১৬ হাজারের ওপরে

ইউরোপ ডেস্কঃ বৃটেনে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় করোনার দৈনিক সংক্রমণ এখন পুনরায় দিনের পর দিন অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বৃটিশ সরকার ইতিমধ্যেই তার পরিকল্পিত শিথিলতা আরও অন্তত একমাসের জন্য স্থগিত ঘোষণা করেছে।

দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো করোনায় প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা ফের ১৬ হাজার অতিক্রম করলো। খবর এএফপি’র।

করোনাভাইরাসের নতুন এ ধরণ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ থাকার কারণে সরকার গত সপ্তাহে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার পদক্ষেপ বিলম্ব করার ঘোষণা দিয়েছে। করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে প্রথম সনাক্ত হয়।

সরকার জানায়, আরো লাখ লাখ মানুষকে সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন দিতে সময় লাগায় বিধিনিষেধ তুলে নিতে চার সপ্তাহ বিলম্ব হবে। এদিকে আক্রান্তের তুলনায় মৃত্যু হার কম রয়েছে। দেশটিতে বৃহস্পতিবার ২১ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে।

এ ভ্যারিয়েন্টের মারাত্মক সংক্রমণ প্রতিরোধে দুই ডোজ ভ্যাকসিন অধিক কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্রিটেনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির আগের ঢেউয়ের মতো মৃতের সংখ্যা আবারো অনেক বেড়ে যায় কিনা সে ব্যাপারে উদ্বেগ রয়েছে। যুক্তরাজ্যে এ মহামারী ভাইরাসের ছোবলে এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪৮ জন প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে দেখা যায়, ইংল্যান্ডজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ‘গাণিতিকভাবে বৃদ্ধি’ পাচ্ছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়, বয়স্ক গ্রুপের যারা টিকা গ্রহণ করেননি তারাই অধিক হারে আক্রান্ত হচ্ছেন। উপাত্ত অনুযায়ী, প্রতি ১১ দিনে দ্বিগুণ মানুষকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

করোনার বৈশ্বিক পরিসংখ্যান সংরক্ষণ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী আজ বৃটেনে করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬,৭০৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২১ জন। বর্তমানে বৃটেনে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ২৬৫ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন ২,৩০০ জন ।

কবির আহমেদ /ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃটেনে আবারো করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে

আপডেটের সময় ০৮:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

বৃহস্পতিবার নতুন করে করোনায় শনাক্ত ১৬ হাজারের ওপরে

ইউরোপ ডেস্কঃ বৃটেনে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় করোনার দৈনিক সংক্রমণ এখন পুনরায় দিনের পর দিন অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বৃটিশ সরকার ইতিমধ্যেই তার পরিকল্পিত শিথিলতা আরও অন্তত একমাসের জন্য স্থগিত ঘোষণা করেছে।

দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো করোনায় প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা ফের ১৬ হাজার অতিক্রম করলো। খবর এএফপি’র।

করোনাভাইরাসের নতুন এ ধরণ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ থাকার কারণে সরকার গত সপ্তাহে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার পদক্ষেপ বিলম্ব করার ঘোষণা দিয়েছে। করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে প্রথম সনাক্ত হয়।

সরকার জানায়, আরো লাখ লাখ মানুষকে সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন দিতে সময় লাগায় বিধিনিষেধ তুলে নিতে চার সপ্তাহ বিলম্ব হবে। এদিকে আক্রান্তের তুলনায় মৃত্যু হার কম রয়েছে। দেশটিতে বৃহস্পতিবার ২১ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে।

এ ভ্যারিয়েন্টের মারাত্মক সংক্রমণ প্রতিরোধে দুই ডোজ ভ্যাকসিন অধিক কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্রিটেনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির আগের ঢেউয়ের মতো মৃতের সংখ্যা আবারো অনেক বেড়ে যায় কিনা সে ব্যাপারে উদ্বেগ রয়েছে। যুক্তরাজ্যে এ মহামারী ভাইরাসের ছোবলে এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪৮ জন প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে দেখা যায়, ইংল্যান্ডজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ‘গাণিতিকভাবে বৃদ্ধি’ পাচ্ছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়, বয়স্ক গ্রুপের যারা টিকা গ্রহণ করেননি তারাই অধিক হারে আক্রান্ত হচ্ছেন। উপাত্ত অনুযায়ী, প্রতি ১১ দিনে দ্বিগুণ মানুষকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

করোনার বৈশ্বিক পরিসংখ্যান সংরক্ষণ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী আজ বৃটেনে করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬,৭০৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২১ জন। বর্তমানে বৃটেনে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ২৬৫ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন ২,৩০০ জন ।

কবির আহমেদ /ইবিটাইমস