বাংলাদেশে পুনরায় করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুবরণের সংখ্যা বৃদ্ধি

আজ করোনায় পুনরায় একদিনে শনাক্ত ৬ হাজারের ওপরে এবং মৃত্যু ৮১ জনের

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জন। এ সময় ৬ হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৮১ জনের মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী ২৬ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬২ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন এবং বাসায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫৫৪টি পরীক্ষাগারে ৩০ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩০ হাজার ৩৯১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৪ লাখ ৩৫ হাজার ৪৬৬টি। পরীক্ষায় আরও ছয় হাজার ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

এই সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩ হাজার ২৩০ জন। আজ দেশে সুস্থ হয়েছেন মোট সাত লাখ ৯৪ হাজার ৭৮৩ জন রোগী।।গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য পাঁচ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

এখানে উল্লেখ্য যে,২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১৩ হাজার ৮৬৮ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ নয় হাজার ৯২০ জন (৭১ দশমিক ৫৪ ভাগ) ও নারী তিন হাজার ৯২০ জন (২৮ দশমিক ৪৬ ভাগ)।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »