বিনোদন ডেস্ক: নিজের ফেসবুক পেইজে প্রতিদিনই নতুন নতুন পোস্ট দিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। ফেসবুকে বিস্ফোরক পোস্ট দেওয়ার আজ দশম দিন।
পরীমনি বিভিন্ন গণমাধ্যমকে মঙ্গলবার জানান, ‘অল কমিউনিটি ক্লাবের ঘটনায় আসল মামলা চাপা পড়ে গেছে। ওই বিষয় নিয়েই এখন চারদিকে আলোচনা। সবই শুনছি, দেখছি। সবাই বিষয়টি নিয়ে লাফ দিয়ে পড়েছে। কেউ কেউ মনে করছে, এই বুঝি পরীমনি শেষ হয়ে গেল। ব্যাপারটা অত সহজ নয়।
তিনি বলেন, আমার ভুল হতে পারে, কিন্তু অন্যায় করতে পারি না। আমি অন্যায় করার মানুষ না। তাঁর দৃঢ় বিশ্বাস, এই মামলায় তিনি ন্যায়বিচার পাবেন।
এর আগে এক ফেসবুক পোস্টে এই চিত্রনায়িকা নিজের তোলা এক ছবির সঙ্গে ক্যাপশন জুড়ে লিখেছেন, ‘আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে সব সময় শক্তিশালী করে।’
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ঢালিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে তাঁর।
ডেস্ক/ইবিটাইমস/এমএন