ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা

ঢাকা: বাস ও লঞ্চের পর এবার ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রনালয়। মঙ্গলবার (২২ জুন) রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ট্রেন চলাচল বন্ধ থাকবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

রেলপথ মন্ত্রনালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য রুটের রেল যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রাজধানীর বাইরের অন্যান্য রুটের যেমন সিলেট-চট্টগ্রাম, চাঁদপুর-চট্টগ্রাম এ ধরনের আঞ্চলিক রুটে রেল চলবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ঢাকায় কোনো ট্রেন প্রবেশ করবে না এবং ঢাকা থেকে কোনো ট্রেন অন্য জেলায় যাবে না। তবে লকডাউনের আওতামুক্ত থেকে জেলাগুলো স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার গাজীপুরে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করেছিল রেলপথ মন্ত্রণালয়। বলা হয়েছিল, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো জেলায় থামবে না। পরে সে সিদ্ধান্ত বদল করেছে মন্ত্রণালয়। আগামী ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গতকাল সোমবার রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। এ কারণে ঢাকাগামী বাস ও লঞ্চ চলাচলও বন্ধ হয়ে গেছে। এবার ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সারা দেশ থেকে ঢাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »