
অস্ট্রিয়া দূর্দান্ত খেলে ইউক্রেনকে ১-০ গোলে পরাজিত করে নকআউট রাউন্ডে
প্রি-কোয়ার্টার ফাইনালে (নকআউট) অস্ট্রিয়া আগামী শনিবার লন্ডনে ইতালির মুখোমুখি হচ্ছে স্পোর্টস ডেস্কঃ আজ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউরো কাপের ‘সি’গ্রুপের এক গুরুত্বপূর্ণ খেলায় অস্ট্রিয়া ১-০ গোলে ইউক্রেনকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। অস্ট্রিয়ার পক্ষে খেলার ২১ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন মধ্য মাঠের খেলোয়াড় ক্রিস্টোফ বাউমগার্টনার অবশ্য খেলার ৩১ মিনিটে তিনি আহত হয়ে মাঠ…