ব্রাজিলে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি জানিয়েছেন বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এই পর্যন্ত পাঁচ লাখের ওপরে মানুষ মৃত্যুবরণ করেছেন। বিশ্বে করোনায় মৃত্যুর তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন, ধীর গতিতে টিকা দেওয়া এবং এখনও ঠান্ডা আবহাওয়ার কারণে সে দেশে করোনা পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো জনগণের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়মে ফিরে যাওয়ার বিষয়টি বারবার নাকচ করে দিচ্ছেন। অথচ সে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।
হেলথ ইন্সটিটিউট ফিউক্রুজ বলছে, ব্রাজিলে করোনা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। ব্রাজিলে মাত্র শতকরা ১৫ % প্রাপ্তবয়স্ক করোনার টিকা নিয়েছে। সরকারের করোনা নিয়ন্ত্রণ তৎপরতার ব্যাপারে তদন্ত করছে সে দেশের কংগ্রেস। করোনা মোকাবিলা ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ব্যাপক সমালোচিত হয়েছেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ২ হাজার ২৪৭ জন। লাতিন আমেরিকার এ দেশটিতে এ পর্যন্ত মারা গেছে মোট ৫ লাখ ৮৬৮ জন। দেশটিতে বিশ্বে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটি। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫ লাখ ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১,৬৩,৫৬,৩৩৫ জন।
এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন ব্রাজিলে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্রাজিলজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষুব্ধরা করোনা মোকাবিলায় ব্যর্থ হওয়ায় প্রশাসনকে দোষারোপ করেন এবং প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান। যুক্তরাষ্ট্রের পরেই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ব্রাজিলে।
গত এক সপ্তাহে ব্রাজিলে প্রতিদিন গড়ে ২ হাজার জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলের প্রায় ১১ শতাংশ মানুষ পুরোপুরি টিকা নিয়েছেন এবং ২৯ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছেন।
করোনাভাইরাস এ অঞ্চল ও আশপাশের দেশগুলোকে মারাত্মকভাবে সংক্রমিত করছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) গত সপ্তাহে আমেরিকায় করোনায় ১১ লাখ নতুন রোগী এবং ৩১ হাজার মানুষের মৃত্যুর ঘটনা রিপোর্ট করেছে।পিএএইচও ৬ মেক্সিকান রাজ্য, বেলিজ, গুয়াতেমালা, পানামা এবং ক্যারিবিয়ান অঞ্চলের কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করেছে। পিএএইচও সতর্ক করেছে— কলম্বিয়ার করোনা পরিস্থিতি এখনও সবচেয়ে খারাপ পর্যায়ে আছে এবং এর প্রধান শহরগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটের শয্যা রোগীতে পূর্ণ আছে।
ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান গনজালো ভেসিনা বলেন, আমি মনে করি টিকার কার্যকারিতা শুরুর আগেই আমাদের মৃত্যুর সংখ্যা ৭ লাখ বা ৮ লাখে পৌঁছে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বৈশ্বিক মহামারী করোনায় বিশ্বে এই পর্যন্ত সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৫৩৭ জন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৩৮ লাখ ৭৭ হাজার ২১২ জন। আর করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১৬ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩৫ জন।
কবির আহমেদ/ ইবি টাইমস