অস্ট্রিয়ায় পাচঁ দিনের তাপদাহের পর আসছে ঝড়, ভারী বৃষ্টিসহ বজ্রপাত

তবে ঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলেও তাপমাত্রা ৩০ ডিগ্রির সেলসিয়াসের ওপরেই থাকছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিজ্ঞানের জন্য কেন্দ্রীয় সংস্থা ZAMG (Zentralanstalt für Meteorologie und Geodynamik) আজ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ওয়েব  সাইটে অস্ট্রিয়ায় পাচঁ দিনের এই তাপদাহের পর ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন।

অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে জানায়,আজ রাতেই অস্ট্রিয়ার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত,ঝড় হাওয়া এবং কোথাও কোথাও শিলা বর্ষণও হতে পারে। আজ বিকালে ঘন কালো মেঘরাশী অস্ট্রিয়ার আল্পসের পাহাড়ি অঞ্চলে থেমে থেমে ভারী বৃষ্টিপাত সহ দমকা হাওয়া সহ ঘন ঘন বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

এই বৈরী আবহাওয়ার বাতাসটি পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে মাঝারি আকারে এবং কোথাও কোথাও থেকে দুর্বল আকারে প্রবাহিত হবে। আল্পস পর্বতমালার উত্তর দিক বরাবর এটি সামান্য ঝড়ের আকারে প্রবাহিত হবে। তবে আজকের বিকালের তাপমাত্রা সমগ্র দেশেই ৩০ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে।

অস্থির,আর্দ্র এবং উত্তপ্ত বাতাসের প্রবাহ বিকালের পর থেকে পাহাড়ি অঞ্চলে বজ্রপাতের বর্ধমান প্রবণতা নিয়ে আসবে। তাছাড়াও ভারী বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেয়া হয়েছে। রাজধানী ভিয়েনায় আজ রাত বা আগামীকাল সকাল থেকে বৃষ্টিপাত সহ হালকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ZAMG।

আবহাওয়া অফিস তাদের পূর্বাভাস আরও সতর্ক করে জানিয়েছেন ভারী বর্ষণের ফলে Tirol, Steiermark, Salzburg,OÖ এবং NÖ রাজ্যের অনেক নিম্নমাঞ্চল প্লাবিত হতে পারে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৩১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ২৩৯ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৩১ জন,OÖ রাজ্যে ১৬ জন,Kärnten রাজ্যে ৯ জন, Steiermark রাজ্যেও ৯ জন, Tirol রাজ্যে ৮ জন, Burgenland রাজ্যে ৫ জন, Vorarlberg রাজ্যে ৪ জন এবং Salzburg রাজ্যে আজ কেহ নতুন করে সংক্রমিত শনাক্ত হন নি।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬৮,০৮১ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬৮,৩৫,২৫৬ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,৫৭৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৬৮০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৬,১২৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৭৭১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৮৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »