
অস্ট্রিয়ায় আগামী সপ্তাহ থেকে করোনার গ্রীন পাস
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইট GESUNDHEIT.GV.AT থেকে অনলাইনেও সংগ্রহ করা যাবে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন আজ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর সাথে স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইনের জনৈক মুখপাত্র একথা জানিয়েছেন। পত্রিকাটি জানায়, অস্ট্রিয়ায় যারা করোনার প্রতিষেধক ভ্যাকসিন বা টিকা গ্রহণ সম্পন্ন করেছেন তারা আগামী সপ্তাহেই নিজের করোনার গ্রীন পাস সংগ্রহ করতে পারবেন। সংবাদ সংস্থা…