অস্ট্রিয়ায় আগামীকাল থেকে ৫ দিনের জন্য সাহারা মরুভূমির তাপমাত্রা

এই তাপদাহে সপ্তাহের শেষে রাজধানী ভিয়েনার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের পূর্বাভাস

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টারের আবহাওয়ার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে থেকে জানিয়েছেন আগামীকাল বুধবার থেকে ৫ দিনের জন্য অস্ট্রিয়ায় সাহারা মরুভূমির তাপমাত্রা বিরাজমান থাকবে। এই সময়ে রাজধানী ভিয়েনার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে জানিয়েছেন।

অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টার জানিয়েছেন আগামীকাল থেকে অস্ট্রিয়ার ওপর দিয়ে এই উত্তপ্ত লু হাওয়ার নাম দেওয়া হয়েছে”ইওনা”(Yona)। এটি সত্যিই আমাদের আবহাওয়া এক দীর্ঘ সময়ের জন্য উত্তাপিত করবে। অস্ট্রিয়ার তাপমাত্রা আগামী সপ্তাহান্ত অবধি ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসবে না।  ৩০ ডিগ্রি চিহ্নটি ইতিমধ্যে ক্র্যাক করা হচ্ছে, বিশেষত পশ্চিমে। অস্ট্রিয়ার আবহাওয়া অফিস (ZAMG) এক আবহাওয়ার সতর্ক বার্তায় আগামীকাল বুধবার থেকে সমগ্র অস্ট্রিয়ায় বছরের প্রথম তাপ প্রবাহের কথা জানিয়েছেন।

ZAMG জানিয়েছেন আগামীকাল বুধবার থেকে অস্ট্রিয়ার অধিকাংশ এলাকার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে। বৃহস্পতিবার এই উত্তাপের সাথে সাথে পশ্চিম অস্ট্রিয়ায় ভারী বৃষ্টির সাথে আবার বজ্রপাতের কথাও বলা হয়েছে। এই সময় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে।

আবহাওয়া অফিস শুক্রবার থেকে রাজধানী ভিয়েনায় প্রচন্ড তাপদাহ তাপমাত্রার পূর্বাভাস দিয়েছেন। আগামী শুক্রবার থেকে ভিয়েনার তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে শুরু করে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরেরও উঠতে পারে বলে জানিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার তাপমাত্রা সবচেয়ে বেশী উত্তপ্ত অবস্থায় থাকবে।

বর্তমান পূর্বাভাস অনুযায়ী শনিবার ভিয়েনার তাপমাত্রা শীর্ষে থাকবে। তারপর রবিবার থেকে তাপমাত্রা কিছূটা হ্রাস পেলেও আরও কয়েকদিন ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টার।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »