অস্ট্রিয়ায় আগামী শীত সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয় ও উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাশ

অস্ট্রিয়ায় গত শরতের পর অর্থাৎ প্রায় ১১ মাস পর করোনার আইসিইউ রোগী এক শতের নীচে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ORF এর সংবাদ বিভাগ Zeit im Bild (ZIB) জানিয়েছেন অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী হাইঞ্জ ফ্যাসমান (ÖVP) রাস্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকার বলেছেন, আমরা আগামী শীত সেমিস্টার থেকে অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে মহামারী করোনার প্রাদুর্ভাবের পূর্বের স্বাভাবিক উপস্থিত পাঠ কার্যক্রমে ফিরে আসার পরিকল্পনা করা হচ্ছে।

মন্ত্রী আশা প্রকাশ করছেন অস্ট্রিয়ার আগামী শীত সেমিস্টার থেকেই বিশ্ববিদ্যালয়গুলিতে পুরো উপস্থিতিতে ক্লাশ অনুষ্ঠিত হওয়া সম্ভব হতে পারে।তবে শিক্ষামন্ত্রী ফ্যাসম্যান এও বলেছেন যে,এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান এফএইচএসের (FHS) এর পরিচালনা কমিটির বৈঠকের পর চূড়ান্ত হবে।

শিক্ষামন্ত্রী হাইঞ্জ ফ্যাসম্যান আশা করছেন যে, অস্ট্রিয়াতে বিশ্ববিদ্যালয়, কারিগরী কলেজ এবং শিক্ষক শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলিতে আসন্ন শীতকালীন সেমিস্টার আবার পুরো উপস্থিতিতে উপস্থিত হতে পারে। এর পূর্বশর্ত ৩-জি নিয়ম বাস্তবায়ন, যার অর্থ শুধুমাত্র যারা টিকা দেওয়া, পরীক্ষা করা বা পুনরুদ্ধার করা হয়েছিল তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি আরও বলেন, আমাদের এই পরিকল্পনা তখনই সম্ভব হবে যদি গ্রীষ্মের ছুটির পর আগামী শরৎকালে করোনার সংক্রমণের বিস্তার না ঘটে।

এদিকে আজ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি জানিয়েছেন গত শরতের পর এই প্রথম অস্ট্রিয়ায় করোনার আইসিইউ রোগীর সংখ্যা এক শতের(১০০) নীচে নামল। অস্ট্রিয়ায় আজ আইসিইউ রোগীর সংখ্যা ৯৯ জন। অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যমতে সমগ্র অস্ট্রিয়ায় আইসিইউ বেডের সংখ্যা ২,০০০ হাজারের সামান্য ওপরে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২১৬ জন এবং করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৩ জন।অন্যান্য রাজ্যের মধ্যে  OÖ রাজ্যে ৩১ জন,Tirol রাজ্যে ৩০ জন,NÖ রাজ্যে ২৮ জন, Steiermark রাজ্যে ১৩ জন, Kärnten রাজ্যে ৮ জন, Vorarlberg রাজ্যেও ৮ জন, Burgenland রাজ্যে ২ জন এবং Salzburg রাজ্যে -৭ (Data Cleaning)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র দেশে করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯২১ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬০ লাখ ৪৩ হাজার ৬৪২ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৮,১৮৭ জন এবং এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৫২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৪৩০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৯৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »