ভিয়েনা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেতা-কর্মীদের আশাহত না হওয়ার আহ্বান ফখরুলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৬ সময় দেখুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত ত্যাগ বৃথা যেতে পারে না। সময় হলে জয় নিশ্চিত হবে। আওয়ামী লীগ ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করছে মন্তব্য করে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই ছোট করছে। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, বিএনপি সেখানে সফল।

মঙ্গলবার (৮জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতাদেরে সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান তথ্যমন্ত্রী সব মিথ্যে বলেন। তিনি সম্ভবত হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন। তবে বারবার মিথ্যে বলতে বলতে একবার সত্য বলে ফেলেন। তাদের মুখ দিয়ে একসময় সত্যটা বেরিয়ে আসে।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা আশাহত না হয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যান, ইনশাআল্লাহ জয় আমাদের আসবে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ যেদিন থেকে ক্ষমতায় এসেছে, তারা সেদিন থেকে জোর করে ক্ষমতায় দখল করেছে। তিনি বলেন, আমরা শুরু থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

পদ-পদবির জন্য নেতাকর্মীদের রাজনীতি না করে দেশ, দেশের মানুষের জন্য রাজনীতি করার আহ্বানও জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেতা-কর্মীদের আশাহত না হওয়ার আহ্বান ফখরুলের

আপডেটের সময় ০৫:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত ত্যাগ বৃথা যেতে পারে না। সময় হলে জয় নিশ্চিত হবে। আওয়ামী লীগ ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করছে মন্তব্য করে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই ছোট করছে। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, বিএনপি সেখানে সফল।

মঙ্গলবার (৮জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতাদেরে সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান তথ্যমন্ত্রী সব মিথ্যে বলেন। তিনি সম্ভবত হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন। তবে বারবার মিথ্যে বলতে বলতে একবার সত্য বলে ফেলেন। তাদের মুখ দিয়ে একসময় সত্যটা বেরিয়ে আসে।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা আশাহত না হয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যান, ইনশাআল্লাহ জয় আমাদের আসবে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ যেদিন থেকে ক্ষমতায় এসেছে, তারা সেদিন থেকে জোর করে ক্ষমতায় দখল করেছে। তিনি বলেন, আমরা শুরু থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

পদ-পদবির জন্য নেতাকর্মীদের রাজনীতি না করে দেশ, দেশের মানুষের জন্য রাজনীতি করার আহ্বানও জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএন