ভিয়েনা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হামলা হলে পাল্টা জবাব: হামাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত রাখলে, হামাস আবার পাল্টা জবাব দেয়া শুরু করবে।

তুরস্কের একটি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি।

সামি আবু জুহরি বলেন, ইসরায়েল অস্ত্রবিরতি সমঝোতার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং প্রতিদিন পশ্চিম তীরের শহরগুলোতে হামলা চালাচ্ছে। এ ছাড়া জেরুজালেম শহরের নাগরিকদের উদ্বাস্তু করে দেয়ার হুমকি এখনও বিদ্যমান। বলেন, এসব সহিংস ঘটনা অব্যাহত থাকলে, আবারও তার জবাব দেয়া শুরু করতে পারে হামাস।

জুহরি জানান, গত ২১ মে মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে যে অস্ত্রবিরতি হয়েছে, হামাস তা এখনও মেনে চলছে। তবে, ইসরায়েলের আচরণের ওপর এই সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই অস্ত্রবিরতি সমঝোতা মেনে চলবে, হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরায়েল যদি অস্ত্রবিরতি মেনে চলতে সহযোগিতা না করে, তাহলে স্বাভাবিকভাবেই নতুন করে সংঘর্ষ শুরু হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামলা হলে পাল্টা জবাব: হামাস

আপডেটের সময় ০৭:৪৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত রাখলে, হামাস আবার পাল্টা জবাব দেয়া শুরু করবে।

তুরস্কের একটি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি।

সামি আবু জুহরি বলেন, ইসরায়েল অস্ত্রবিরতি সমঝোতার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং প্রতিদিন পশ্চিম তীরের শহরগুলোতে হামলা চালাচ্ছে। এ ছাড়া জেরুজালেম শহরের নাগরিকদের উদ্বাস্তু করে দেয়ার হুমকি এখনও বিদ্যমান। বলেন, এসব সহিংস ঘটনা অব্যাহত থাকলে, আবারও তার জবাব দেয়া শুরু করতে পারে হামাস।

জুহরি জানান, গত ২১ মে মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে যে অস্ত্রবিরতি হয়েছে, হামাস তা এখনও মেনে চলছে। তবে, ইসরায়েলের আচরণের ওপর এই সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই অস্ত্রবিরতি সমঝোতা মেনে চলবে, হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরায়েল যদি অস্ত্রবিরতি মেনে চলতে সহযোগিতা না করে, তাহলে স্বাভাবিকভাবেই নতুন করে সংঘর্ষ শুরু হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন