ভিয়েনা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যারা লুট করছে তাদেরই প্রণোদনা দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ১৪ সময় দেখুন

ঢাকা: দেশের অর্থনীতিকে যারা লুটপাট করছে সরকার তাদেরই করোনাকালীন প্রণোদনা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তার জন্য সরকার কিছুই করছে না বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (২জুন) ঢাকা জজ কোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, করোনায় আদালত বন্ধ থাকায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। কিন্তু এদের জন্য কোনো প্রণোদনার ব্যবস্থা নেই। তাহলে সরকার যে প্রণোদনা দিয়েছে সেটা কীসের? মানুষকে তারা বোকা বানিয়েছে মন্তব্য করে তিনি বরেন, ব্যাংক থেকে ঋণ নিতে হবে সবাইকে। ব্যাংক থেকে ঋণ নিলে সরকারের কী দরকার?

বিএনপির মহাসচিব বলেন, আসছে বাজেটে  মানুষের জন্য কল্যাণ হবে এমন কিছুই থাকবেনা। সরকারের অর্থমন্ত্রী ব্যবসাটা ভালো বোঝেন। অর্থনীতি কতটুকু বোঝেন তার নিদর্শন এখনো খুঁজে পাইনি।

মির্জা ফখরুল বলেন, ‘মনগড়া প্রবৃদ্ধির হার দিয়ে সরকা বলছে, উন্নয়ন। বলেন, এমন উন্নয়ন করেছেন, হাসপাতালে বেড নেই। কোভিডের হাসপাতাল রাতের মধ্যে উধাও হয়ে গেল। তার মতে, এটা কমিশন এজেন্ট সরকার, জনগণের সরকার না।

বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার মো. হযরত আলী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নেতাদের মধ্যে আজিজুল ইসলাম খান বাচ্চু, মহসিন মিয়া, খোরশেদ আলম, হোসেন আলী খান হাসান, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যারা লুট করছে তাদেরই প্রণোদনা দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

ঢাকা: দেশের অর্থনীতিকে যারা লুটপাট করছে সরকার তাদেরই করোনাকালীন প্রণোদনা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তার জন্য সরকার কিছুই করছে না বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (২জুন) ঢাকা জজ কোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, করোনায় আদালত বন্ধ থাকায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। কিন্তু এদের জন্য কোনো প্রণোদনার ব্যবস্থা নেই। তাহলে সরকার যে প্রণোদনা দিয়েছে সেটা কীসের? মানুষকে তারা বোকা বানিয়েছে মন্তব্য করে তিনি বরেন, ব্যাংক থেকে ঋণ নিতে হবে সবাইকে। ব্যাংক থেকে ঋণ নিলে সরকারের কী দরকার?

বিএনপির মহাসচিব বলেন, আসছে বাজেটে  মানুষের জন্য কল্যাণ হবে এমন কিছুই থাকবেনা। সরকারের অর্থমন্ত্রী ব্যবসাটা ভালো বোঝেন। অর্থনীতি কতটুকু বোঝেন তার নিদর্শন এখনো খুঁজে পাইনি।

মির্জা ফখরুল বলেন, ‘মনগড়া প্রবৃদ্ধির হার দিয়ে সরকা বলছে, উন্নয়ন। বলেন, এমন উন্নয়ন করেছেন, হাসপাতালে বেড নেই। কোভিডের হাসপাতাল রাতের মধ্যে উধাও হয়ে গেল। তার মতে, এটা কমিশন এজেন্ট সরকার, জনগণের সরকার না।

বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার মো. হযরত আলী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নেতাদের মধ্যে আজিজুল ইসলাম খান বাচ্চু, মহসিন মিয়া, খোরশেদ আলম, হোসেন আলী খান হাসান, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএন