আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। বিশ্বে এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ লাখের বেশি এবং আক্রান্ত হয়েছেন সাড়ে ১৭ কোটির উপরে।
বুধবার (২ জুন) সকাল পর্যন্ত জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১০ লাখ ২৮ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ৩৫ লাখ ৫৭ হাজার ১১৪ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৯৫ হাজার ২০৫ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে শনাক্ত হয়েছে দুই কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন আর মৃত্যু হয়েছে তিন লাখ ৩১ হাজার ৮৯৫ জনের।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন চার লাখ ৬৫ হাজার ১৯৯ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়েছেন ১৯৩ কোটি ১৫ লাখ ছয় হাজার ১৪৮ জন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত আট লাখ দুই হাজার ৩০৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১২ হাজার ৬৬০ জন।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ