
বুধবার কিছু বিধিননিষেধের মধ্যে দিয়েই অস্ট্রিয়ায় খুলছে হোটেল-রেস্তোরা
ইউরোপ ডেস্কঃ আগামী বুধবার ১৯ মে থেকে সমগ্র অস্ট্রিয়ায় আবাসিক হোটেল ও রেস্তোরা খুলছে । তবে ভিয়েনার রাজ্য প্রশাসন রেস্টুরেন্ট খোলার সাথে সাথে কিছু কঠোর নিয়মাবলির নির্দেশ দিয়েছেন গ্যাস্ট্রো কর্মীদের জন্য। ভিয়েনায় গ্যাস্ট্রোনমি বা রেস্তোরা কর্মীদের জন্য করোনার পরীক্ষা এবং এফএফপি২ মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। ভিয়েনা সিটি কাউন্সিলর ফর হেলথ পিটার হ্যাকার (SPÖ)…