
ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের Seestadt এ নেপোলিয়নের হত্যাযজ্ঞের গণকবর উদ্ধার
১৮০৯ সালে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ানের সৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে এই অস্ট্রিয়ান সৈন্যরা নিহত হয়েছিলেন ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Heute ভিয়েনার প্রত্নতাত্ত্বিকবিদদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন যে, ভিয়েনার Seestadt এ নির্মাণকাজের জন্য মাটি খননের সময় এই সমস্ত হাড় এবং কঙ্কাল গুলি বেড়িয়ে আসে। উদ্ধারের পর ভিয়েনার ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে,এইগুলি পুরুষ মানুষের কঙ্কাল যাদের বয়স…