ভিয়েনা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১৯ মে থেকে ভিয়েনায় হোটেল-রেস্টুরেন্ট একসাথে খুলছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ১১ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ ১৯ মে থেকে ভিয়েনায় করোনায় বন্ধ সবকিছু একসাথে খোলার ঘোষণা দিয়েছেন !

ভিয়েনার জনপ্রিয় ফ্রি মেট্রো পত্রিকা Heute জানিয়েছেন যে,আজ বৃহস্পতিবার ৬ মে ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ ভিয়েনার সিটি হলে ফেডারেল রাজধানীতে হোটেল-রেস্টুরেন্ট খোলার পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে ভিয়েনার স্বাস্থ্য সম্পর্কিত শীর্ষ বিশেষজ্ঞের সাথে একটি ভার্চুয়াল বৈঠকের পর মেয়র মিখাইল লুডভিগ সবকিছু একইসাথে খোলার সিদ্ধান্ত নেন। বৈঠকের পর মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) ও ডেপুটি মেয়র ক্রিস্টোফ উইদারকেহর (NEOS) সিটি হলে এক সংবাদ সম্মেলনে সবকিছু খোলার এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

ইতিপূর্বে অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ(ÖVP) সমগ্র দেশে ১৯ মে থেকে একসাথে সব কিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

মেয়র লুডভিগ তার বক্তব্যের শুরুতে ব্যাখ্যা করে বলেন,গত কয়েক যাবৎ ভিয়েনার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সামাজিক অংশীদার, আগ্রহী গোষ্ঠী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে তাঁর কয়েকদফা বৈঠক হয়েছে। তিনি বলেন,ভিয়েনায় ইস্টারের ছুটির সময়ে লকডাউনটি করোনার সংক্রমণের বিস্তারকে উল্লেখ যোগ্যভাবে হ্রাস করেছে। এজন্য তিনি ভিয়েনাবিসীকে আন্তরিক ধন্যবাদ জানান। তবে আক্রমণাত্মক ব্রিটিশ মিউটেশন ভাইরাস এখনও বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনও ভিয়েনার পরিস্থিতিটি এমন রয়েছে যে, যে কোন মুহুর্তে যে কেহ ভাইরাসে সংক্রামিত হতে পারে। যদিও নিবিড় যত্ন ইউনিটগুলির(I.C.U) পরিস্থিতি “ধীরে ধীরে অনেকটাই ভালো হয়ে উঠছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,২৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২১৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২৮৭ জন,Steiermark রাজ্যে ২৮৫ জন, NÖ রাজ্যে ১৬৩ জন,Vorarlberg রাজ্যে ৯৩ জন, Kärnten রাজ্যে ৮২ জন,Salzburg রাজ্যে ৭২ জন,Burgenland রাজ্যে ২৪ জন এবং Tirol রাজ্যে ২০ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৭৫ হাজার ৮১৬ ডোজ।  এই পর্যন্ত অস্ট্রিয়ায় মোট করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে মোট ৩৩ লক্ষ ৬২ হাজার ৮৯২ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,২৭,৪৮৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৩৩৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,৯৭,৯২২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৯,২২৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৩৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৪৮০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৯ মে থেকে ভিয়েনায় হোটেল-রেস্টুরেন্ট একসাথে খুলছে

আপডেটের সময় ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১

ইউরোপ ডেস্কঃ ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ ১৯ মে থেকে ভিয়েনায় করোনায় বন্ধ সবকিছু একসাথে খোলার ঘোষণা দিয়েছেন !

ভিয়েনার জনপ্রিয় ফ্রি মেট্রো পত্রিকা Heute জানিয়েছেন যে,আজ বৃহস্পতিবার ৬ মে ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ ভিয়েনার সিটি হলে ফেডারেল রাজধানীতে হোটেল-রেস্টুরেন্ট খোলার পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে ভিয়েনার স্বাস্থ্য সম্পর্কিত শীর্ষ বিশেষজ্ঞের সাথে একটি ভার্চুয়াল বৈঠকের পর মেয়র মিখাইল লুডভিগ সবকিছু একইসাথে খোলার সিদ্ধান্ত নেন। বৈঠকের পর মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) ও ডেপুটি মেয়র ক্রিস্টোফ উইদারকেহর (NEOS) সিটি হলে এক সংবাদ সম্মেলনে সবকিছু খোলার এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

ইতিপূর্বে অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ(ÖVP) সমগ্র দেশে ১৯ মে থেকে একসাথে সব কিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

মেয়র লুডভিগ তার বক্তব্যের শুরুতে ব্যাখ্যা করে বলেন,গত কয়েক যাবৎ ভিয়েনার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সামাজিক অংশীদার, আগ্রহী গোষ্ঠী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে তাঁর কয়েকদফা বৈঠক হয়েছে। তিনি বলেন,ভিয়েনায় ইস্টারের ছুটির সময়ে লকডাউনটি করোনার সংক্রমণের বিস্তারকে উল্লেখ যোগ্যভাবে হ্রাস করেছে। এজন্য তিনি ভিয়েনাবিসীকে আন্তরিক ধন্যবাদ জানান। তবে আক্রমণাত্মক ব্রিটিশ মিউটেশন ভাইরাস এখনও বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনও ভিয়েনার পরিস্থিতিটি এমন রয়েছে যে, যে কোন মুহুর্তে যে কেহ ভাইরাসে সংক্রামিত হতে পারে। যদিও নিবিড় যত্ন ইউনিটগুলির(I.C.U) পরিস্থিতি “ধীরে ধীরে অনেকটাই ভালো হয়ে উঠছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,২৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২১৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২৮৭ জন,Steiermark রাজ্যে ২৮৫ জন, NÖ রাজ্যে ১৬৩ জন,Vorarlberg রাজ্যে ৯৩ জন, Kärnten রাজ্যে ৮২ জন,Salzburg রাজ্যে ৭২ জন,Burgenland রাজ্যে ২৪ জন এবং Tirol রাজ্যে ২০ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৭৫ হাজার ৮১৬ ডোজ।  এই পর্যন্ত অস্ট্রিয়ায় মোট করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে মোট ৩৩ লক্ষ ৬২ হাজার ৮৯২ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,২৭,৪৮৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৩৩৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,৯৭,৯২২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৯,২২৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৩৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৪৮০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস