
গ্রীষ্মে জার্মানি সহ ইউরোপের অধিকাংশ দেশ কিছুটা স্বাভাবিক জীবনে ফিরবে
ইউরোপ এখন করোনার সর্বশেষ রাউন্ডে রয়েছে,গ্রীষ্মে ভাল থাকবে ইউরোপ ডেস্কঃ জার্মানির প্রধান বিরোধী রাজনৈতিক দল SPD এর স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ রাজনীতিবিদ কার্ল লটারবাচ বলেন,”আমরা এখন করোনার শেষ রাউন্ডে।” তিনি আরও জানান,জার্মানির প্রায় অর্ধেক জনসংখ্যার করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর এখন সংক্রমণের বিস্তার ধীরে ধীরে কমে আসছে। শনিবার সন্ধ্যায় টুইটারে লটারবাচ লিখেছেন, “মে মাসের শেষের…