
কাউখালীতে গরীবের ভিজিডি কার্ড ধনীদের নামে
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে ভিজিডি কার্ড চাওয়ায় মেম্বারের লোকজন পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছেন এক রিক্সাচালকে।ঘটনাটি ঘটেছে উপজেলা ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সংকরপুর গ্রামে। জানা গেছে, গত সোমবার (১২এপ্রিল) সন্ধ্যায় রিক্সচালক মহারাজ রিক্সা নিয়া বাড়ী থেকে কাউখালী আসার পথে শংকরপুর নামক স্থানে পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় মেম্বার সাকায়েত হোসেনের লোক ইয়াসিন টিটু খান সহ ৩/৪…