ভিয়েনা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় লকডাউন পরবর্তী দোকানপাট খোলার সিদ্ধান্ত আগামী সপ্তাহে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ৯ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ আজ মঙ্গলবার ২০ এপ্রিল ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে ভিয়েনা রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ বলেন,ভিয়েনায় কঠোর লকডাউনের ফলে করোনার সংক্রমণের বিস্তারের রোধে ইতিবাচক প্রভাব ফেলেছে।

মেয়র লুডভিগ হাসপাতালের অবস্থার উন্নতি সত্ত্বেও লকডাউন পরবর্তী খোলার বিষয়ে সতর্কতার আহ্বান জানিয়েছেন। তিনি জানান,ভিয়েনায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রোগীদের চাপ কিছুটা কমেছে। তিনি জানান, লকডাউনের কার্যকারিতা নিয়ে আমি সন্তুষ্ট এবং আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা ভিয়েনায় সবকিছু খোলার ব্যাপারে পরিস্থিতির পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো।

সংবাদ সম্মেলনে ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) মেয়র জোর দিয়ে বলেন,বর্তমানে ভিয়েনার হাসপাতালের পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে সবকিছু খুব সাবধানে ও অত্যন্ত সতর্কতার সাথে খুলতে হবে। ভিয়েনার চলমান লকডাউনটি আগামী ২ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

অবশ্য ভিয়েনার শিক্ষা প্রতিষ্ঠান আগামী আগামী সোমবার ২৬ এপ্রিল থেকেই খুলে দেয়া হচ্ছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চলছে।

মেয়র মিখাইল লুডভিগ কিছুটা আনন্দের সাথে বলেন,”আমরা যে সুরক্ষা ব্যবস্থা নিয়েছি সেগুলি কাজ করছে। আমাদের নিবিড় পরিচর্যা ইউনিটগুলিতে রোগী কিছুটা হ্রাস পেয়েছি।” যদিও গতকাল সন্ধ্যায় আইসিইউতে হঠাৎ করে সামান্য রোগী বেড়ে গিয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল আছে বলে জানান তিনি।

তিনি আরও যোগ করে বলেন,আগামী সপ্তাহে পরিস্থিতির উন্নয়ন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে। আমি মনে করি,যদি পরিস্থিতির উন্নতি যদি এইভাবে হতে থাকে তাহলে আগামী সপ্তাহের শুরুর দিকে ভিয়েনার বিশেষজ্ঞদের সাথে বৈঠকের পর একসাথে সবকিছু খোলার ব্যাপারে সরকারের পূর্ববর্তী পদক্ষেপে আমার পক্ষ থেকে কোন বাধা আসবে না। বরঞ্চ আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন  পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসি।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,০২৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩৫৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৩৩৪ জন,Steiermark রাজ্যে ৩১৩ জন,Tirol রাজ্যে ২৯৫ জন,NÖ রাজ্যে ২২২ জন, Salzburg রাজ্যে ২০২ জন,Kärnten রাজ্যে ১৭১ জন,Vorarlberg রাজ্যে ১০৫ জন এবং Burgenland রাজ্যে ৩০ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ার করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩৪ হাজার ৫৫৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত ভ্যাকসিন প্রদান করা হয়েছে মোট ২৫ লক্ষ ১২ হাজার ৪৮৮ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৯৭,৫৬৬ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৯,৯৫৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,৬০,৪৯২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৭,১১৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৬৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,১১২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় লকডাউন পরবর্তী দোকানপাট খোলার সিদ্ধান্ত আগামী সপ্তাহে

আপডেটের সময় ০৭:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

ইউরোপ ডেস্কঃ আজ মঙ্গলবার ২০ এপ্রিল ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে ভিয়েনা রাজ্য গভর্নর ও মেয়র মিখাইল লুডভিগ বলেন,ভিয়েনায় কঠোর লকডাউনের ফলে করোনার সংক্রমণের বিস্তারের রোধে ইতিবাচক প্রভাব ফেলেছে।

মেয়র লুডভিগ হাসপাতালের অবস্থার উন্নতি সত্ত্বেও লকডাউন পরবর্তী খোলার বিষয়ে সতর্কতার আহ্বান জানিয়েছেন। তিনি জানান,ভিয়েনায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রোগীদের চাপ কিছুটা কমেছে। তিনি জানান, লকডাউনের কার্যকারিতা নিয়ে আমি সন্তুষ্ট এবং আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা ভিয়েনায় সবকিছু খোলার ব্যাপারে পরিস্থিতির পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো।

সংবাদ সম্মেলনে ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ (SPÖ) মেয়র জোর দিয়ে বলেন,বর্তমানে ভিয়েনার হাসপাতালের পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে সবকিছু খুব সাবধানে ও অত্যন্ত সতর্কতার সাথে খুলতে হবে। ভিয়েনার চলমান লকডাউনটি আগামী ২ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

অবশ্য ভিয়েনার শিক্ষা প্রতিষ্ঠান আগামী আগামী সোমবার ২৬ এপ্রিল থেকেই খুলে দেয়া হচ্ছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চলছে।

মেয়র মিখাইল লুডভিগ কিছুটা আনন্দের সাথে বলেন,”আমরা যে সুরক্ষা ব্যবস্থা নিয়েছি সেগুলি কাজ করছে। আমাদের নিবিড় পরিচর্যা ইউনিটগুলিতে রোগী কিছুটা হ্রাস পেয়েছি।” যদিও গতকাল সন্ধ্যায় আইসিইউতে হঠাৎ করে সামান্য রোগী বেড়ে গিয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল আছে বলে জানান তিনি।

তিনি আরও যোগ করে বলেন,আগামী সপ্তাহে পরিস্থিতির উন্নয়ন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে। আমি মনে করি,যদি পরিস্থিতির উন্নতি যদি এইভাবে হতে থাকে তাহলে আগামী সপ্তাহের শুরুর দিকে ভিয়েনার বিশেষজ্ঞদের সাথে বৈঠকের পর একসাথে সবকিছু খোলার ব্যাপারে সরকারের পূর্ববর্তী পদক্ষেপে আমার পক্ষ থেকে কোন বাধা আসবে না। বরঞ্চ আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন  পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসি।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ২,০২৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩৫৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৩৩৪ জন,Steiermark রাজ্যে ৩১৩ জন,Tirol রাজ্যে ২৯৫ জন,NÖ রাজ্যে ২২২ জন, Salzburg রাজ্যে ২০২ জন,Kärnten রাজ্যে ১৭১ জন,Vorarlberg রাজ্যে ১০৫ জন এবং Burgenland রাজ্যে ৩০ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ার করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩৪ হাজার ৫৫৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত ভ্যাকসিন প্রদান করা হয়েছে মোট ২৫ লক্ষ ১২ হাজার ৪৮৮ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৯৭,৫৬৬ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৯,৯৫৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,৬০,৪৯২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২৭,১১৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৬৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,১১২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস