ভিয়েনা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্বে করোনার সংক্রমণে দ্বিতীয় অবস্থানে এখন ভারত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ১০ সময় দেখুন

আজ একদিনেই সংক্রমিত সনাক্ত দেড় লাখের উপর 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীর দ্বিতীয় প্রাদুর্ভাবে বিপর্যস্ত ভারত। বিশ্বের অন্যতম ঘন বসতির এই দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তারকে যেন কোন অবস্থাতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই নতুন সংক্রমণের সনাক্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে দেশটি। এবার ব্রাজিলকে ছাড়িয়ে সংক্রমণ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত।

আজ সোমবার ১২ এপ্রিল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়েবসাইটটির তথ্য মতে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় দেড় লাখেরও অধিক মানুষ নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৭০ হাজার ২০৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন।

দেশটিতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধ রাজ্য মহারাষ্ট্র। আজ ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা “আনন্দ বাজার” জানিয়েছেন যে,পুনরায় সম্পূর্ণ লকডাউনের পথে মহারাষ্ট্র,আগামী বুধবারের পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তা হলে শেষমেশ সম্পূর্ণ লকডাউনের পথেই হাঁটতে চলেছে মহারাষ্ট্র? সরাসরি ইঙ্গিত না দিলেও পরিস্থিতি যে, সেই পর্যায়ে পৌঁছেছে, তাতে তেমনই বার্তা দিতে চেয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তবে এ ব্যাপারে ১৪ ই এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে রবিবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “কত দিনের জন্য লকডাউন করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে রাজ্যের অর্থনীতিকে কী ভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।” স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তাদের মতে সংক্রমণ ঠেকাতে গেলে লকডাউন প্রয়োজন।” সুতরাং বুধবারের আলোচনার উপর স্থির হবে সম্পূর্ণ লকডাউন এখনই করা উচিত, না নয়, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তাছাড়াও পাশাপাশি, রাজ্যে হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন, ওষুধ যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, সে দিকটাও নজর রাখা হচ্ছে। কোভিড বিধি ঠিক মতো মেনে চলা হচ্ছে কি না, সে দিকটাও দেখা হচ্ছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কোভিড বিধি না মানলে কড়া পদক্ষেপ করা হবে বলেও সতর্কবার্তা দিয়েছে প্রশাসন। দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি মহারাষ্ট্রে। প্রতি দিনই লাগামছাড়া সংক্রমণ হচ্ছে। মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬৩ হাজার ২৯৪ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। দেশের মোট সংক্রমণের অর্ধেকই এই রাজ্যের।

মহামারীর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংক্রমণ বেড়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গেও।আজ রাজ্যটিতে নতুন রোগী সনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। এছাড়া ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ ও কেরালায় সংক্রমণ বিপদজনক অবস্থায় রয়েছে।

এদিকে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এখনও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৫ লাখ ৭৫ হাজার ৮১৮ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৯৯২ জন।

তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেও মৃত্যুর দিক থেকে এখনও দুইয়ে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ১৩৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।

এখানে উল্লেখ্য যে,২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পরা করোনাভাইরাস বৈশ্বিক মহামারী হিসেবে ছড়িয়ে পরেছে। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৮ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাত কোটি ৭৩ লাখের অধিক মানুষ।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্বে করোনার সংক্রমণে দ্বিতীয় অবস্থানে এখন ভারত

আপডেটের সময় ১২:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১

আজ একদিনেই সংক্রমিত সনাক্ত দেড় লাখের উপর 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারীর দ্বিতীয় প্রাদুর্ভাবে বিপর্যস্ত ভারত। বিশ্বের অন্যতম ঘন বসতির এই দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তারকে যেন কোন অবস্থাতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই নতুন সংক্রমণের সনাক্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে দেশটি। এবার ব্রাজিলকে ছাড়িয়ে সংক্রমণ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত।

আজ সোমবার ১২ এপ্রিল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়েবসাইটটির তথ্য মতে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় দেড় লাখেরও অধিক মানুষ নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৭০ হাজার ২০৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন।

দেশটিতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধ রাজ্য মহারাষ্ট্র। আজ ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা “আনন্দ বাজার” জানিয়েছেন যে,পুনরায় সম্পূর্ণ লকডাউনের পথে মহারাষ্ট্র,আগামী বুধবারের পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তা হলে শেষমেশ সম্পূর্ণ লকডাউনের পথেই হাঁটতে চলেছে মহারাষ্ট্র? সরাসরি ইঙ্গিত না দিলেও পরিস্থিতি যে, সেই পর্যায়ে পৌঁছেছে, তাতে তেমনই বার্তা দিতে চেয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তবে এ ব্যাপারে ১৪ ই এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে রবিবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “কত দিনের জন্য লকডাউন করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে রাজ্যের অর্থনীতিকে কী ভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।” স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তাদের মতে সংক্রমণ ঠেকাতে গেলে লকডাউন প্রয়োজন।” সুতরাং বুধবারের আলোচনার উপর স্থির হবে সম্পূর্ণ লকডাউন এখনই করা উচিত, না নয়, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তাছাড়াও পাশাপাশি, রাজ্যে হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন, ওষুধ যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, সে দিকটাও নজর রাখা হচ্ছে। কোভিড বিধি ঠিক মতো মেনে চলা হচ্ছে কি না, সে দিকটাও দেখা হচ্ছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কোভিড বিধি না মানলে কড়া পদক্ষেপ করা হবে বলেও সতর্কবার্তা দিয়েছে প্রশাসন। দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি মহারাষ্ট্রে। প্রতি দিনই লাগামছাড়া সংক্রমণ হচ্ছে। মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬৩ হাজার ২৯৪ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। দেশের মোট সংক্রমণের অর্ধেকই এই রাজ্যের।

মহামারীর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংক্রমণ বেড়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গেও।আজ রাজ্যটিতে নতুন রোগী সনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। এছাড়া ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ ও কেরালায় সংক্রমণ বিপদজনক অবস্থায় রয়েছে।

এদিকে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এখনও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৫ লাখ ৭৫ হাজার ৮১৮ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৯৯২ জন।

তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেও মৃত্যুর দিক থেকে এখনও দুইয়ে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ১৩৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।

এখানে উল্লেখ্য যে,২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পরা করোনাভাইরাস বৈশ্বিক মহামারী হিসেবে ছড়িয়ে পরেছে। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৮ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাত কোটি ৭৩ লাখের অধিক মানুষ।

কবির আহমেদ /ইবি টাইমস