ভিয়েনা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে লালমোহনে ৭’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুসলিম হওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক ইহুদি ভোটাররা মামদানিকে ভোট দিয়েছেন অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর হাঙ্গেরিতে পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য শর্ত এখনও পূরণ হয়নি – রাশিয়া টাঙ্গাইলে মুগ বলে মথবিজ ডাল বিক্রি, রঙ মিশ্রণ : দুই ব্যবসায়ীকে জরিমানা লালমোহনে ধানের শীষের প্রচারণায় শ্রমিকদল সভাপতি লোকমান হোসেন লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা জরিমানা ধানের শীষকে জয়ীকে করার আহ্বান এ্যাড. জয়নুল আবেদীনের

হবিগঞ্জে চুনারুঘাটে বন্য শুকরের কামড়ে চা বাগানে বৃদ্ধের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ২৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে বন্য শুকরের কামড়ে পূর্ণিমা মুন্ডা (৬) নামে ১  বৃদ্ধ মহিলার মৃত্যু হয়।

রবিবার ( ১১ এপ্রিল)  দুপুরে  নালুয়া চা বাগানের গোটি বাড়ি ১৬ নম্বরে পাশে জঙ্গলে( ভারত-বাংলাদেশ)  লাকড়ি    আনতে গেলে পাগল বন্য শুকর বৃদ্ধ পূর্ণিমার উপর আক্রমন করলে ঘটনাটি ঘটে।

নিজস্ব মাধ্যমে জানা যায়,আহত অবস্থায় উপস্থিত কিছু লোকজন উনাকে দুপুর ২ টায় নালুয়া চা বাগানের হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে হাসপাতালে ডাক্তারের অনুপস্থিত থাকায় সিএনজি এর মাধ্যমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে যাওয়ার সময়েই যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত পূর্ণিমা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে দাগ রয়েছে। মূখের গালে ও বুকের ডান(স্তনে) পাশে দাঁতের কামড়ের ও প্রচন্ড  রক্ত দেখা যায়।

পূর্ণিমা মুন্ডা নালুয়ার পশ্চিমটিলার মৃত গোপেশ মুন্ডার সহধর্মিণী ছিলের উনার একটি মাত্র মেয়ে ছিলো।  প্রতিদিনেই সে অন্যান্য মহিলাদের সাথে নিজের ঘরের জন্য শুকনো ডালপালা আনার জন্য যেতেন। পূর্ণিমা মুন্ডা খুব চঞ্চল স্বভাবে মহিলা ছিলেন হাসি- খুশি সাথে থাকতই। তবে কানে শুনতে পারতো না বেশি এর জন্য উনাকে বয়রি বলে ডাকতে সবাই।

পূর্ণিমার এই মর্মান্তিক মৃত্যুতে চা বাগান বাসী দূঃখ প্রকাশ করেন এবং দেখার জন্য ভীড় জমান।

খবরটি চুনারুঘাট প্রশাসনের নিকট গেলে চুনারুঘাট পুলিশ টিম মৃত্যু ব্যক্তিকে পরিদর্শন করেন। এবং জেলা প্রশাসকের স্বাক্ষর না পাওয়া পর্যন্ত লাশের দাফন কাজ হবে না বলে জানান।এই নিউজ লেখা মুহুর্ত পর্যন্ত ব্যবস্থা কার্যক্রম চলমান ছিল।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে চুনারুঘাটে বন্য শুকরের কামড়ে চা বাগানে বৃদ্ধের মৃত্যু

আপডেটের সময় ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে বন্য শুকরের কামড়ে পূর্ণিমা মুন্ডা (৬) নামে ১  বৃদ্ধ মহিলার মৃত্যু হয়।

রবিবার ( ১১ এপ্রিল)  দুপুরে  নালুয়া চা বাগানের গোটি বাড়ি ১৬ নম্বরে পাশে জঙ্গলে( ভারত-বাংলাদেশ)  লাকড়ি    আনতে গেলে পাগল বন্য শুকর বৃদ্ধ পূর্ণিমার উপর আক্রমন করলে ঘটনাটি ঘটে।

নিজস্ব মাধ্যমে জানা যায়,আহত অবস্থায় উপস্থিত কিছু লোকজন উনাকে দুপুর ২ টায় নালুয়া চা বাগানের হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে হাসপাতালে ডাক্তারের অনুপস্থিত থাকায় সিএনজি এর মাধ্যমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে যাওয়ার সময়েই যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত পূর্ণিমা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে দাগ রয়েছে। মূখের গালে ও বুকের ডান(স্তনে) পাশে দাঁতের কামড়ের ও প্রচন্ড  রক্ত দেখা যায়।

পূর্ণিমা মুন্ডা নালুয়ার পশ্চিমটিলার মৃত গোপেশ মুন্ডার সহধর্মিণী ছিলের উনার একটি মাত্র মেয়ে ছিলো।  প্রতিদিনেই সে অন্যান্য মহিলাদের সাথে নিজের ঘরের জন্য শুকনো ডালপালা আনার জন্য যেতেন। পূর্ণিমা মুন্ডা খুব চঞ্চল স্বভাবে মহিলা ছিলেন হাসি- খুশি সাথে থাকতই। তবে কানে শুনতে পারতো না বেশি এর জন্য উনাকে বয়রি বলে ডাকতে সবাই।

পূর্ণিমার এই মর্মান্তিক মৃত্যুতে চা বাগান বাসী দূঃখ প্রকাশ করেন এবং দেখার জন্য ভীড় জমান।

খবরটি চুনারুঘাট প্রশাসনের নিকট গেলে চুনারুঘাট পুলিশ টিম মৃত্যু ব্যক্তিকে পরিদর্শন করেন। এবং জেলা প্রশাসকের স্বাক্ষর না পাওয়া পর্যন্ত লাশের দাফন কাজ হবে না বলে জানান।এই নিউজ লেখা মুহুর্ত পর্যন্ত ব্যবস্থা কার্যক্রম চলমান ছিল।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস