লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় এই পর্যন্ত ২,৯১২ জনকে জরিমানা
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের চলমান লকডাউনটি ১৮ ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সরকারের নীতিনির্ধারকদের সাথে দেশের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ,রাজ্য গভর্নর ও জাতীয় সংসদের বিরোধীদলের প্রধানদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যম।
শীর্ষ সম্মেলনে যোগদানের পূর্বে ভিয়েনার মেয়র ও গভর্নর মিখাইল লুডভিগ এক সাংবাদিক সম্মেলনে লকডাউন আরও কমপক্ষে এক সপ্তাহ বাড়ানোর জন্য তিনি সরকারকে অনুরোধ করবেন বলে জানিয়েছিলেন। তিনি লকডাউন বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে বলেন,সপ্তাহান্তে সংক্রমণের বিস্তার সামান্য কিছু হ্রাস পেলেও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের উপর অর্থাৎ আইসিইউর উপর এখনও প্রচন্ড চাপ অপরিবর্তিত রহিয়াছে।
অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর(প্রধানমন্ত্রী) সেবাস্তিয়ান কুর্জ দেশের অংশীদারদের সাথে বৈঠকের পর দেশের পূর্বাঞ্চলের তিনটি রাজ্য ভিয়েনা, লোয়ার অস্ট্রিয়া(NÖ) এবং বুর্গেনল্যান্ডের লকডাউনটি ১১ ই এপ্রিল থেকে ১৮ ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করার কথা জানান।
তিনি বলেন,এই লকডাউন বর্ধিতের ফলে তিনটি রাজ্যে ব্যক্তিগত পরিষেবা সরবরাহকারীর পাশাপাশি যাদুঘর এবং চিড়িয়াখানাগুলি সহ ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট ছাড়া বাকী সব ১৮ ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল ৭ ই এপ্রিল বুধবার থেকে অনলাইন ক্লাশ শুরু করা হবে।
তিনি আরও জানান আজকের বৈঠকে ৩ টি রাজ্যের গভর্নর লকডাউন বর্ধিতের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়েছেন।সরকার প্রধান দেশে করোনায় এই আঞ্চলিক লকডাউন সাফল্য বয়ে আনবে বলে দাবি করেন।
সেবাস্তিয়ান কুর্জ আরও বলেন,আমাদের দেশের আইসিইউ বিশেষ করে রাজধানী ভিয়েনা সহ পূর্বাঞ্চলের এই ঘনবসতীপূর্ণ তিনটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষার জন্যই লকডাউনটি বর্ধিত করা হয়েছে।
সেবাস্তিয়ান কুর্জ আরও বলেন,সংস্কৃতি, খেলাধুলা, পর্যটন এবং গ্যাস্ট্রোনমি মে মাসেই খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্ত করোনার এই তৃতীয় প্রাদুর্ভাবের ফলে সবকিছুই স্থগিত করতে হয়েছে। তিনি এখন পুনরায় লকডাউন পরবর্তী পদক্ষেপ অর্থাৎ দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন শিল্প পুনরায় খোলার ব্যাপারে একটি কমিশন গঠনের কথা জানিয়েছেন। এই কমিশনে সামাজিক অংশীদারদের পাশাপাশি নগর ও পৌরসভা সমিতি, গভর্নর সম্মেলনের চেয়ারম্যান এবং শিল্পের প্রতিনিধিদেরও সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন,সরকার প্রধানের লকডাউন বর্ধিতের ঘোষণার পর পূর্বাঞ্চলের তিনটি রাজ্য ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া এবং বুর্গেনল্যান্ড এর প্রশাসনের পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করা হয়েছে এবং স্বাগত জানানো হয়েছে।
বুর্গেনল্যান্ড রাজ্যের গভর্নর হান্স পিটার ডসকোজিল (SPÖ) এক সাংবাদিক সম্মেলনে বলেন,লকডাউনটি বাড়ানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তিনি আরও জানান আগামী সপ্তাহে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আমরা পূর্বাঞ্চলের ৩ টি রাজ্যের গভর্নররা পুনরায় স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবারের (গ্রিনস) সাথে লকডাউন পরবর্তী করনীয় ব্যবস্থাদি নিয়ে আলোচনায় বসার পরিকল্পনা করছি।
অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন যে,দেশের সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের গভর্নর ও সরকারের লকডাউন বাড়ানোর বিষয়টিকে তারাও সমর্থন ও স্বাগত জানিয়েছেন। অস্ট্রিয়ার জনৈক সংক্রমণ রোগ বিশেষজ্ঞ সংবাদ মাধ্যমকে বলেন,আমরা লকডাউনটি বর্ধিত করার জন্য সরকার ও পূর্বাঞ্চলের তিনটি রাজ্য গভর্নরদের আলাদাভাবেও অনুরোধ করেছি। তিনি সরকার ও রাজ্য গভর্নরদের সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
এদিকে আজ অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ORF এর সংবাদ বিষয়ক নেটওয়ার্ক ZIB অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন,দেশের পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে ১লা এপ্রিল থেকে ৬ ই এপ্রিল পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ ভঙ্গের জন্য ২,৯১২ জনকে বিভিন্ন পরিমাণে অর্থ জরিমানা করা হয়েছে।এর মধ্যে রাজধানী ভিয়েনাতেই সবচেয়ে বেশী জরিমানা করা হয়েছে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ১,৯৩৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৫ জন।
রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৪৪১ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৪১১ জন,OÖ রাজ্যে ৩২২ জন,Steiermark রাজ্যে ২২৩ জন,Tirol রাজ্যে ১৭১ জন,Salzburg রাজ্যে ১৪১ জন,Kärnten রাজ্যে ১৩৩ জন, Burgenland রাজ্যে ৬২ জন এবং Vorarlberg রাজ্যে ৩১ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ অস্ট্রিয়ায় করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১৪,৯৮৬ ডোজ। এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে, ১৭ লক্ষ ৭৩ হাজার ৬০৬ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৬২,৯০৭ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯,৫১৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৫,১৯,২০২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৪,১৮৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৭৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৩৯৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস