
আগামী ১০০ দিনের মধ্যে অস্ট্রিয়ায় সকলের করোনার ভ্যাকসিন: সেবাস্তিয়ান কুর্জ
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর(প্রধানমন্ত্রী) সেবাস্তিয়ান কুর্জ ইস্টার উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় অস্ট্রিয়ার জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন,”দেশের যে কেউ আগামী ১০০ দিনের মধ্যে করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। তিনি আরও জানান,শীঘ্রই অস্ট্রিয়ায় করোনার গ্রীণ পাসের প্রবর্তন শুরু করা হবে। অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ সহ সকল জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন যে,সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ…