
চরফ্যাসন বাজারের খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
চরফ্যাসন (ভোলা) : চরফ্যাসন হাসপাতাল লিংক রোড লাগোয়া ব্রীজ সংলগ্ন খালের দক্ষিণ পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক সপ্তাহ ধরে খালটির একাংশ দখল করে কয়েকজন প্রভাবশালী । পৌরসভার অনুমতি ছাড়াই প্লান বিহীন ৫ম তলা ব্লিডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে। বাজারের একাধিক ব্যবসায়ী এ প্রতিবেদক কে জানান, চরফ্যাসন বাজারে কখনও আগুন লাগলে নিভানের জন্য…