
ইইউর অনলাইন শীর্ষ সম্মেলনে অতিরিক্ত ভ্যাকসিন চাওয়ায় কুর্জের সমালোচনায় দ্রাঘি
ইউরোপ ডেস্কঃ আজ ইইউর এক অনলাইন ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের অস্ট্রিয়ার জন্য আরও অতিরিক্ত ভ্যাকসিন চাওয়ায় তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন,চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জেরবুঝা উচিৎ করোনায় ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে করোনার ভ্যাকসিনের যথেষ্ট ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন,কুর্জ একটি অতিরিক্ত ডোজও পাবেন না। অস্ট্রিয়ার ফেডারাল চ্যান্সেলর…