ভিয়েনা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৩১ জানুয়ারী পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালো জার্মানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ১০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার ৫ জানুয়ারী অ্যাঞ্জেলা মের্কেলের সরকার ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত চলমান লকডাউনটি ৩১ জানুয়ারী পর্যন্ত বর্ধিতের ঘোষণা দিয়ে আরও কিছু কঠোরতা আরোপ করেছেন।

জার্মানির সরকার প্রধান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল গতকাল মঙ্গলবার জার্মানির ১৬ টি রাজ্যের গভর্নরদের সাথে এক ভিডিও কনফারেন্সে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জার্মানির সংবাদ মাধ্যম জানিয়েছেন। এই বর্ধিত লকডাউনে শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন,যাবতীয় ক্রীড় সুবিধা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট ব্যতীত অন্যান্য সকল দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে।

তাছাড়াও নতুন বিধিনিষেধে সামাজিক যোগাযোগের উপর আরও কঠোর সীমাবদ্ধতা এবং স্থানীয় ভ্রমণের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বর্তমান এই নতুন নিয়মের অধীনে লোকজনের আগে অন্য পাঁচজনের পরিবর্তে এখন থেকে কেবলমাত্র অন্য একজনের সাথে দেখা করার অনুমতি দেয়া হয়েছে।

এখন থেকে জার্মানির যে সমস্ত জেলাগুলিতে গত সাত দিনে ১,০০,০০০ (এক লক্ষ) জনপদের মধ্যে ২০০ জন মানুষ করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে,সে এলাকার লোকজনের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং জরুরী সংস্থা ব্যতীত সাধারণ মানুষের জন্য উপদ্রুত এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান নতুন বিধিনিষেধে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মকান্ড স্থগিতের পাশাপাশি বিভিন্ন বার,রেস্টুরেন্ট ও অপ্রয়োজনীয় সমস্ত দোকানপাট এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে এবং জনসম্মুখে অ্যালকোহল  পান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জার্মানির চ্যান্সেলর এবং রাষ্ট্রীয় নেতারা জার্মানির লোকদের “পরবর্তী তিন সপ্তাহের মধ্যে সমস্ত যোগাযোগ সম্পূর্ণরূপে ন্যূনতম রাখার এবং যতটা সম্ভব বাড়ীতে থাকার জন্য” অনুরোধ করেছেন।

জার্মানির বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের রূপান্তরিত করোনা ভাইরাসের উপস্থিতি জার্মানিতে সনাক্ত হয়েছে। তাই জার্মানি বৃটেন ও দক্ষিণ আফ্রিকার সাথে তার বিমান যোগাযোগ স্থগিত রেখেছে।

জার্মানিতে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮,১৪,৫৬৫ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৩৭,১৮০ জন। বর্তমানে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ৫,৭২৬ জন।

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩১ জানুয়ারী পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালো জার্মানি

আপডেটের সময় ১২:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার ৫ জানুয়ারী অ্যাঞ্জেলা মের্কেলের সরকার ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত চলমান লকডাউনটি ৩১ জানুয়ারী পর্যন্ত বর্ধিতের ঘোষণা দিয়ে আরও কিছু কঠোরতা আরোপ করেছেন।

জার্মানির সরকার প্রধান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল গতকাল মঙ্গলবার জার্মানির ১৬ টি রাজ্যের গভর্নরদের সাথে এক ভিডিও কনফারেন্সে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জার্মানির সংবাদ মাধ্যম জানিয়েছেন। এই বর্ধিত লকডাউনে শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন,যাবতীয় ক্রীড় সুবিধা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট ব্যতীত অন্যান্য সকল দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে।

তাছাড়াও নতুন বিধিনিষেধে সামাজিক যোগাযোগের উপর আরও কঠোর সীমাবদ্ধতা এবং স্থানীয় ভ্রমণের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বর্তমান এই নতুন নিয়মের অধীনে লোকজনের আগে অন্য পাঁচজনের পরিবর্তে এখন থেকে কেবলমাত্র অন্য একজনের সাথে দেখা করার অনুমতি দেয়া হয়েছে।

এখন থেকে জার্মানির যে সমস্ত জেলাগুলিতে গত সাত দিনে ১,০০,০০০ (এক লক্ষ) জনপদের মধ্যে ২০০ জন মানুষ করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে,সে এলাকার লোকজনের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং জরুরী সংস্থা ব্যতীত সাধারণ মানুষের জন্য উপদ্রুত এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান নতুন বিধিনিষেধে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মকান্ড স্থগিতের পাশাপাশি বিভিন্ন বার,রেস্টুরেন্ট ও অপ্রয়োজনীয় সমস্ত দোকানপাট এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে এবং জনসম্মুখে অ্যালকোহল  পান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জার্মানির চ্যান্সেলর এবং রাষ্ট্রীয় নেতারা জার্মানির লোকদের “পরবর্তী তিন সপ্তাহের মধ্যে সমস্ত যোগাযোগ সম্পূর্ণরূপে ন্যূনতম রাখার এবং যতটা সম্ভব বাড়ীতে থাকার জন্য” অনুরোধ করেছেন।

জার্মানির বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের রূপান্তরিত করোনা ভাইরাসের উপস্থিতি জার্মানিতে সনাক্ত হয়েছে। তাই জার্মানি বৃটেন ও দক্ষিণ আফ্রিকার সাথে তার বিমান যোগাযোগ স্থগিত রেখেছে।

জার্মানিতে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮,১৪,৫৬৫ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৩৭,১৮০ জন। বর্তমানে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ৫,৭২৬ জন।