
রবিবার ২৭ ডিসেম্বর থেকে অস্ট্রিয়ায় করোনার ভ্যাকসিন দেয়া শুরু
ভিয়েনা থেকে,কবির আহমেদঃঅস্ট্রিয়ান সেনাবাহিনীর বিশেষ তত্ত্বাবধানে Biontech এবং Pfizer এর করোনা ভ্যাকসিনের প্রথম চালান প্রায় ১০,০০০ হাজার ডোজ ভিয়েনায় এসে পৌঁছিয়াছে। শনিবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ১১ নাম্বার ডিস্ট্রিক্টের একটি ফার্মাসিউটিক্যালে দেশের ঘরোয়া রাজনৈতিক নেতৃবৃন্দ দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকসিনটি অস্ট্রিয়ান সেনাবাহিনীর থেকে গ্রহণ করেন। উল্লেখ্য যে,করোনার এই ভ্যাকসিন পরিবহণ, সংরক্ষণ এবং বিভিন্ন রাজ্যে বিতরণ সহ সমস্ত…